স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন, ''জলবায়ু বিপর্যয় রোধে উপকুলে গাছ লাগান"--------এই শ্লোগান নিয়ে ভ্রমন বাংলাদেশের ব্যানারে টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত সাগর সৈকত ধরে ১২০ কিলোমোটার পথ হাটার কিছু ফটো নিয়েই আমার ধারাবাহিক,,,,,,, স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন
আগের রাতে ঢাকা থেকে ইউনিক সার্ভিসের বাসে চড়ে ভোরে টেকনাফে পৌছার পর
আমরা সৈকত ধরে হেটে যাবো, কিন্তু বোঝা নিয়ে হাটা সম্ভব নয় বলে আমাদের রাতের গন্তব্যে গাড়িতে করে মালামাল নেওয়া হচ্ছে
রওয়ানা হওয়ার আগে সবাই ছিল রিলাক্সমুডে
দেখুন তো উনাকে চেনা যায় কিনা, মাথায় নিয়েছেন সৌর শক্তিতে মোবাইল চার্জার
শিমুলেরা তখন মাত্র ফুটতে শুরু করেছিল
সৈকতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা......
দোতলা সুপারি গাছ

ঝাউবনের ফাঁকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর
তিনিই ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে প্রবীন এবং সবচেয়ে রসিক পাবলিক, ৬০+ বয়সের এই পাবলিকের নামটা জানতে চান ? ------ ইয়াহিয়া খান
শুধু জলে না, স্থলেও নৌকা চলে

এইগুলো কোন গাড়ির চাকা নয়, জেলেদের নৌকার চাকা
আমি ও যে ১২০ কিলোমিটার হেটেছি তার প্রমান এই ছবি

এদের মৃত্যুর জন্য জেলেরা দায়ী, এমন দৃশ্য সেখানে অহরহ
লাল কাকড়া-- ধরা খাইছে কারেন্ট জালে.........
চলবে....................
[img|]
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১০ সকাল ১১:৪১