
নি:সর্গ দুহাতে সরিয়ে --
দেখবে আরো জোৎস্না ,
যখন পৃথিবী হারাবে নিজেকে
চাঁদোয়ার বিরামহীন রুপালী চুমোর পরশে '
হাত বাড়ালেই পাবে সাতরঙা ভোর ......
তুমি তা করবে না ,
চুপি চুপি আসবে হেঁটে
পায়ে লাগিয়ে শিশির
নক্ষত্ররা হারাবে নিজেদের
আশ্চর্য নীরবতা ...........''
তা ভাঙবে তুমি
শরতের তারাগুলো হেসে উঠবে
উদ্ভাসিত হবে তোমার হাসিতে
তখন ইচ্ছেগুলো অব্যক্ত সুরে
আনাগোনা করেই যাবে ........... করেই যাবে
হাতে হাত রেখে হাটঁব মোরা
ভরা জোৎস্নায় চলে যাব বহুদূর
যাব আর যাব ............ ''
যাব নাকি কখনও ?