
সন্ধ্যে হলেই এখানে---
ফায়ারপ্লেস জ্বালানোর ঝামেলা নেই,
প্রচুর উজ্জ্বল রৌদ্র
প্রবাল প্রাচীর ঘেরা নারকেল গাছগুলোর মাথায়
যেন তীক্ষ্ম চকচকে ফলার মতো খেলে যায় ।
এখানে আইবিস, পেলিক্যান আর অ্যালবেট্রসগুলোই আমার
একমাত্র সঙ্গী ................ ।
ছোট্ট কুড়ের পাশের পাইন গাছের ----
গোল্ডআই পাখিগুলোর ডাকে আমার ঘুম ভাঙে।
ওরা আমায় দেখে এখন আর একটুও ভয় পায় না...........''
মাঝে মাঝে নি:সঙ্গ বোধ হলে
ডলফিনগুলোর কোন একটার পিঠে চেপে ---
দূর সমুদ্র থেকে ঘুরে আসি ,
গ্রীষ্মমন্ডলীয় উষ্ম সাগর আমার গা ধুইয়ে দেয়
অত:পর শ্বেতশুভ্র ছোট্ট লেগুনে
গোলাপী নরম রোদ ............ ... উষ্ণতা....।
এইসব আইবিস , পেলিক্যান আর নরম রোদে
ভাগ বসাবার কেউ নেই ''
এখানে একা একা নৈসর্গিক আনন্দ
এইখানে পৃথিবীর লুপ্ত সৌন্দর্য।