গ্রুপ ব্লগ শুরু হওয়ার পর আমি আগ্রহী হয়ে বেশ কয়েকটি গ্রুপের সদস্যপদের জন্য আবেদন করি। এরইমধ্যে জন্মযুদ্ধ, পথিকৃৎ এবং আমার কথা, আমিও বলতে পারি গ্রুপের সদস্য হতে পেরেছি। পজেটিভ থিংকার্স নামের একটি গ্রুপের সদস্য হওয়ার জন্যও আবেদন করেছিলাম।
কিন্তু অবাক হওয়ার মতোই ঘটনা ঘটলো। আজকের ব্লগে ব্লগার সুফির পোস্ট দেখেই তা বুঝতে পারলাম। গেলাম পজেটিভ থিংকার্স গ্রুপের হোমপেজে। গিয়ে দেখি মাহবুব মোর্শেদের একটি পোস্টে ব্লগার মাহবুব সুমন কিছু আবেদনকারী ব্লগারদের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। কারন হিসেবে তিনি লিখেছেন এরা প্রতিক্রিয়াশীল এবং রাজাকারী মনোভাবসম্পন্ন। অন্যদের কথা আমি বলতে পারবো না কিংবা বলতে চাইও না। আমি বিনীতভাবে আমার বিষয়টি জানিয়ে রাখতে চাই।
ব্লগার মাহবুব সুমন কেন আমাকে একই তালিকায় রাখলেন তা বুঝতে পারলাম না। আমি বিনীতভাবে পজেটিভ থিংকার্স গ্রুপ সংশ্লিষ্ট সকল এবং অন্যান্য ব্লগারদের অনুরোধ করবো আমার ব্লগটি সময় করে অন্তত একবার দেখে আসুন, তারপর সকল বিষয়ে সিদ্ধান্ত নিন।
আমার মনে হয় ব্লগার মাহবুব সুমন আমার পোস্ট এবং কমেন্ট না দেখেই আমাকে রাজাকারের দলে অন্তভুক্ত করে দিলেন। ব্লগার আব্দুর রাজ্জাক শিপন আবার তাতে সহমত পোষণ করলেন। তবে আমি বিনীতভাবে জানিয়ে রাখতে চাই আমি দৃঢ়ভাবে রাজাকারী মনোভাব বিরোধী। এবং বর্তমানে যুদ্ধঅপরাধীদের বিচারের ব্যাপারে কিছু কাজ করছি। আমি আবারো বিনীতভাবে জানিয়ে রাখতে চাই আমি যদি রাজাকারপন্থী হতাম তাহলে নিশ্চয়ই জন্মযুদ্ধ গ্রুপের সদস্য হতে পারতাম না।
তবে এই ব্লগে আমি সেইসব বিষয় বলতে চাচ্ছি না। আমি আমার ব্লগে ব্যক্তিগত বিষযগুলো এবং কবিতা গল্প নিয়েই লেখতে চেয়েছিলাম।
শুরু থেকেই আমার মনোভাব ছিল, নিজের অবস্থান ধরে রেখে লিখে যাওয়া। ব্লগিং নামক ভার্চুয়াল প্ল্যাটফর্মে কারো বিরোদ্ধে উঠে পড়ে লাগার মনোভাব আমার কখনোই ছিল না এবং থাকবেও না।
পজেটিভ থিংকার্স গ্রুপে আমাকে না নিতে চাইলে কোন সমস্যা নেই। কিন্তু মিথ্যা অভিযোগ এনে তা আবার প্রচার করা নেহায়তই কষ্টদায়ক। কেউ যদি আমার পোস্ট এবং কমেন্ট দেখে প্রমাণ করতে পারেন, আমি প্রতিক্রিয়াশীল এবং রাজাকারী মনোভাব সম্পন্ন তাহলে দৃঢ়ভাবে জানিয়ে রাখতে চাই, আমি আর এই ব্লগে কখনোই লেখব না।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৬