আধুনিক বিজ্ঞানের এমন কোনো শাখা বা উপশাখা নেই যেখানে ইসলাম যায়েনি ।
আজকের পর্ব গণিত শাস্ত্র ।
আল খারেজমী । যাঁর পুরো নাম আবদুল্লাহ ইবনে মূসা আল খারেজমী । ইসায়ী ৭৭০ সালে জন্ম গ্রহন করেন বাগদাদে । এই আল খারেজমী ই হলেন Algebra এর জনক ।
তাঁর রচিত Al jabr wa-al-muqabilah থেকে Algebra শাস্ত্রের শুত্রপাত । তিনি ই প্রথমে গাণিতিক সংখ্যার সূচনা করেন যেটি পরে যেয়ে ইউরোপিয়ানরা গ্রহন করে । তিনি ত্রিকোণমিতির টেবিল এরো উদ্ভাবক ।
আল খারেজমী ৮৩০ সালে বিশ্বকে উপহার দেন প্রথম বিশ্ব মানচিত্র । যেটি খলীফা মামুনুর রশীদের হুকুমে মুসলমান বিজ্ঞানীরা পৃথিবীর আয়তন , পরিধি ও ব্যাস নির্ধারণ করেন ।
একজন ইউরোপিয়ান প্রফেসর (নাম : মিনবেক্সি ) বলেন , ইউরোপিয়ানরা তাদের বিজ্ঞান চর্চার প্রথম দিকে আল খারেজমীর সামতুল্য গ্রন্থ একটিও রচনা করতে পারেনি ।
আবদুল্লাহ ইবনে মূসা আল খারেজমী ইসায়ী ৮৪০ সালে মৃত্যু বরণ করেন ।