আরবী ইসলাম শব্দের বাংলা অর্থ হলো শান্তি । ইসলাম যদি শান্তি হয়ে থাকে তাহলে কেন আজ পশ্চিমাদের মনে আতংক ঢুকে পড়েছে ?
কারা এই পশ্চিমা ? জাপান থেকে বাংলাদেশের অবস্থান হিসেব করলে তো বাংলাদেশকেই পশ্চিমাদেশ বলা যায় । পশ্চিমা জগৎ বলে হয়ে থাকে মূলত ইহুদী আর খৃষ্টান শাসিত দেশ গুলোকেই । আর এই পশ্চিমা জগতের মানুষেরাই গনতন্ত্রের নাম আওড়িয়ে যতই জ্ঞানীর পরিচয় দিক না কেন তারা ইসলামকে সয্য করতে পারেনা । তারা ইসলামের প্রকৃত ও মূল দিকটার দিকে না তাকিয়ে নিজেদের বানানো বানোয়াট বিকৃত ধারণা প্রচোরনা করেই দিনের পর দিন মানুষের মধ্যে এই ইসলাম ভীতি ঢুকিয়ে দিচ্ছে ।
পশ্চিমাদের ইসলাম ভীতির কয়েকটি কারণের এক কারণ ইসলাম জঙ্গীবাদ । অথচ ইসলামে এটা চিন্টার কোনো অবকাশ নেই । কোরানের সূরা বাকারা এর ২৭ নম্বর আয়াতে পরিস্কার উল্লেখ আছে : যারা আল্লাহ আদেশ মানে না এবং দূনিয়াতে সন্ত্রাশ ও ফাসাদ সৃষ্টি করে তারাই খতিগ্রস্ত ।
পশ্চিমাদের ইসলাম টেরর নামে একটি প্রতিবেদনে ফুটে উঠেছে এই ইসলাম ভীতি । দেখুন তো প্রকৃত ইসলাম অনুসারীরা প্রশ্ন গুলোর উত্তর দিতে পারেন কিনা ? আমার ইচ্ছা আছে এগুলো নিয়ে লেখা দেওয়া । তারপরও বলছি প্রশ্ন গুলোর উত্তর কি ? নিচে সব গুলোর মধ্যে ১০টি কারণ তুলে ধরলাম ।
১, ইসলাম : ধর্মের থেকেও বেশি কিছু ?
২,ইসলাম কি শান্তির পথে ?
৩,ইসলাম দুই রকম । (কোনো সময় নরম কোনো সময় শক্ত)
৪, ইসলাম কি একটি ভালোবাসার ধর্ম ?
৫,ইসলামে জিহাদ : ইসলাম শান্তি নাকি যুদ্ধ ?
৬,জিহাদ : ইসলামিক টেরোরিস্ট ?
৭,ইসলাম এবং টেরর : ৯/১১ এর কিছু চিন্তা
৮, ইসলামিক ল' কি পশ্চিমা বিশ্বের সিভিলাইজেশনের চ্যালেন্জ স্বরূপ ?
৯,ইসলাম কি মডার্ণ মুসলিমদের কাছে চ্যালেন্জ স্বরূপ ?
১০, ইসলামিক টেরোরিজম এবং ইমেগ্রেশন পলিসি ।