শান্তি , আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ জীবন বিধান ।
এই বিধান যারা গ্রহন করেছে তারা উপকৃত হয়েছে আর যারা গ্রহন করেনি অপকৃত । মানে হলো যারা শান্তির নিয়ম মেনে চলেছে তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে । তবে যারা মেনে চলবে না তাহলে ইসলামের কোনো ক্ষতি নেই ।
পদে পদে কোরান শরীফকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মানুষ নমে শয়তানের আগমন ঘটেছে আর ঘটবে । কিন্তু তারা জানেনা যে অগণিত হাফেজ এই কোরানের ধারা রক্ষা করে চলেছে । পৃথিবীতে এমন যদি কোনো অবস্থা সৃষ্টি হয় যে কোরান শরীফ আর মুদ্রিত সম্ভব হচ্ছেনা তাও এই কোরান শরীগ হারিয়ে যাবেনা ।
এই কোরান শরীফের হাফিজ হয় তারা তারা হয় মাদ্রাসা থেকে । কোরান শরীফ শেষ করতে না পেরে হাফেজদের পেছনে লেগেছে আর এই হাফেজ দেরও না পেরে লেগেছে মাদ্রাসা ধ্বংস করার জন্য ।
ইসলাম এসেছে মানুষের কল্যানের জন্যই ।
দাসত্ব , ন্যায্য অধিকার , সন্ত্রাস , ধনী গরিব , ধর্ষন , অর্থ সম্পদ সবকিছু ভালোভাবে শেষ করতে গেলে ইসলাম মানতে আপনাকে হবেই ।
আর এই শান্তিকে নষ্ট করতে গেলে ইসলামের তো কোনো ক্ষতি হবেনা বরং আপনিই ক্ষতির মধ্যে পতিত হবে ।
ইসলামের নামে কিছু বললে ইসলামে গা ক্ষসে পড়বে না বরং আপনারই মুখ ব্যাথা হবে ।
সুতরাং ইসলামের কোনো ক্ষতি তো নেই ।