বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ইতিহাসে কোর্সে আমাদের খুব তোর জোড় করে বাংলায় বিদেশী সব পর্যটকদের নাম ধাম, কর্মকান্ড এই সব পড়ানো হতো ! কবে কে এসেছিলেন বাংলায় , কি দেখেছেন , কি লিখেছেন এই সব! খুব বোরিং লাগতো বলে কেউই মনে হয় তেমন মনোযোগ দিত না
তো সেই বিদেশি পর্যটকেরা কোর্সের লিখিত পরীক্ষায় আমাদের জ্বালাতন শেষ করে ভাইভা পর্যন্ত পিছু ছাড়েনি। প্রথম বর্ষের ভাইভায় এক্সটার্নাল ছিলেন আবার ঢাবির হাবিবা খাতুন ম্যাডম। আমি ভাইভা দিতে গেলাম, যথারিতী স্যার আমাকে বললেন কোন বিষয়টা বেশি ভাল লেগেছে? মুখ ফসকে বলে ফেললাম , বাংলায় বিদেশী পর্যটক
আর যায় কোথায়, সাথে সাথে প্রশ্ন, ঠিক আছে তাহলে একজন চৈনিক পর্যটকের নাম বলো!
ওদিকে আমার হাত পা ঠান্ডা, কারণ এসব খুব কম জানি আর যা জানতাম তাও ভুলে গেছি।
কোন মতে বললাম........ইৎ সাঙ
ম্যাডাম বললেন..... ইৎসাঙ?
আমি কনফিডেন্টলি বললাম, জ্বি ম্যাডাম ইৎসাঙ, বইতে পড়েছি! স্যারেও দেখি হ্যাঁ বোধক ভাবে মাথা নাড়লেন! তারপর আরও কিছু ঠুকঠাক প্রশ্ন করে ছেড়ে দিলেন আর আমি তাইরে নাইরে করতে করতে বেরিয়া আসলাম।
আসলে ইৎসাঙ বলে কোন পর্যটকই নেই। ভয়ে আমি চৈনিক পর্যটক ইৎ সিং এর ইৎ আর হিউয়েন সাঙ এর সাঙ মিলিয়ে ইৎসাঙ বলে ফেলেছিলাম, তবে ধরা পরিনি
যাই হোক তখন পাঠ্য পুস্তকে এই সব পর্যটকদের লেখা আমার পড়তে অসহ্য লাগলেও , ব্লগে আমার সব চাইতে প্রিয় বিষয় হলো "ভ্রমন পোস্ট" গুলো।
ব্লগীয় পর্যটকদের ভ্রমন কাহিনী গুলো পড়ার অন্যতম আকর্ষণ হলো তাদের তোলা চমৎকার সব ছবি , চোখের আর মনের খোরাক এক সাথে হয়।
এবার আমার দৃষ্টিতে কয়েকজন পর্যটক....
সৌম্য:
তুখোর ছবি তোলক ! এত চমৎকার সব ছবি যে দেখলে চোখ জুড়িয়ে যায় , সেই সাথে দারুন লেখনি তো আছেই। বাংলাদেশের আর্মেনিয় গোরস্থান থেকে শুরু করে সেই হিমালয় পর্যন্ত , সর্বত্র তার গতিবিধী।
১.সিপ্পি আরসুয়াং ৪র্থ পর্বঃ আরসুয়াং সামিট।
২।মাকালুর পথে বাংলাদেশের পতাকা
৩ট্রাভেলগঃ চন্দ্রনাথ টু সীতাকুন্ড ইকো পার্ক।
৪।ছবি ব্লগ নারিন্দা গ্রেভ ইয়ার্ড
৫।কেওকারাডং এ বর্ষা-বিলাস
৬।এডভেঞ্চার পুবের পাহাড়-৪র্থ পর্ব (তাজিনডং
৭।:::: সাতছড়ির জঙ্গলে ::::
৮।এডভেঞ্চার পুবের পাহাড় ৭-বাংলাদেশের ছাঁদে।
৯।:::ঝুম বৃষ্টিতে নিঝুম দ্বীপে (শেষ খন্ড):::
১০। ::: ক্যাম্পিং: উয়ারী-বটেশ্বর:::
১১।সোমেশ্বরীর কোলে...
১২।:::: রহস্য দ্বীপ ::::
১৩। :::: বনের নাম রাজকান্দি ::::
১৪।::::হিমালয়ান ডায়েরী, স্তোক কাংড়ির পথে -২::::
জুন:
সামু ব্লগের লেডি বতুতা। কিছু দিন আগে চীন , মিশর, পিরামিড ইত্যাদির ছবি আর কাহিনী দিয়ে আমাদের চোখ ট্যারা করে দিয়েছেন। ওনার ভ্রমন বিষয়ক পোস্টের লিংক আনতে আনতে আমি টায়ার্ড হয়ে গেছি
লেডি বতুতার ভ্রমন বিষয়ক পোষ্ট :
১।কায়রো মিউজিয়াম ছবি ব্লগ
২।সাদা আর কালো মরুভুমি শেষ পর্ব
৩।চীন লাল পতাকার দেশে শেষ পর্ব
৪।স্টিমারে ভ্রমন
৫।অসম আসাম (শেষ পর্ব)
৬।ব্রীজ অন দ্য রিভার কাওয়াই
৭।ভেনিস আমার স্বপ্নের ভেনিস (শেষ পর্ব)
৮।ভিসূভিয়াস - ২
৯।থাইল্যান্ড
১০।মালশিয়া ভ্রমন নিয়ে লেখাজোনাকীর ঝিকিমিকি !!!
১১।ম্যাডামের বিমার ও আমার ভুটান ভ্রমন
দুখি মানব:
অভিযাত্রী........এছাড়া আর কি বলবো তাকে ! তার পোস্টে সন্ধান পাবেন বাংলাদেশের অজানা সব জলপ্রপাতের!
মাধব কুন্ড আমরা অনেকেই গেছি , কিন্তু তার পাশেই যে আরেকটা দারুন জলপ্রপাত আছে সেটা কি জানি? না জানলেও অসুবিধা নেই, দেখে নিন দুখি মানবের চোখে.......
১।হ্রদ-পাহাড় ও সবুজের দেশে (পর্ব এক)
২।বাংলার ভূ-স্বর্গ, তিন্দু(ছবি ব্লগ)
আচ্ছা বলুন তো, বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? মনে করতে পারছেন না তো? নো প্রবলেম, দুখী মানব আছে না !! ....
৩।সর্বোচ্চ জলপ্রপাতের খোঁজে, বাকলাই ফলস,পর্ব চার
এটার চারটা পর্ব আছে।
৪।দূর্গম দূর্গাপুর, পর্ব দুই- ছবি সহ
৫।একদিন খাগড়াছড়িতে আলুটিলা, রিসাং ফলস, ছবি ব্লগ
৬।হ্রদ-পাহাড় ও সবুজের দেশে মাধবপুর লেক,পর্ব তিন
৭।ট্রেকিং সিরিজঃ অপারেশন কির্সতং, তিন
৮।রাজকান্দিঃ লুকানো রাজ্য
সব শেষ যারা পাহাড়ে চড়তে চান, তাদের জন্য দুখী মানবের গাইডেন্স
৯।পাহাড়ে উঠার ম্যানুয়াল
নীল ভোমরা
ইনি আরেক অদম্য পরিব্রাজক। তার ব্লগে সব দূর্গম জায়গায় খোজ....নাখাফুম, রোমাক্রি কিংবা চড়কুকড়ি মুকড়ি থেকে শুরু করে সাজিক।
ভাইয়ার পোস্টের একটা বড় সুবিধা হলো, যে সাইটটা নিয়ে লিখেন , সেটার যাত্রা বিবরনীটা এত চমৎকার করে দেন যে , যে কারো পক্ষেই খুজে বের করা সম্ভব! ইদানিং ব্যাস্ততার কারণে ব্লগে হয়তো কম আসছেন , ভাইয়া আমরা আবার আপনার লেখা পড়তে চাই....
আসুন ভ্রমন করি ওনার সাথে.......
১।নাফাখুম...... বাংলাদেশের নায়েগ্রা!
২।সাজেক ট্যুর! কিছু ছবি, কিছু তথ্য!
৩।তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা.....
৪।চিম্বুক, নীলগীরি, বগা লেক
৫।ঘুরে আসুন টাঙ্গোয়ার হাওড়!
৬।চর কুকরী-মুকরী ট্যুর!
৭।চট্টগ্রাম বহিঃনোঙর...ছবি ব্লগ!
শামসীর:
অধিকাংশ ব্লগারের প্রিয়র লিস্টে একটি পোস্টটি হয়তো খেয়াল করেছেন আপনারা, "বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্থানের ছবি ব্লগ".........হ্যাঁ এটাই ভ্রমন পিয়াসু শামসীরের ব্লগ।
সেই ময়মনসিংহের কুমিরের খামার থেকে শুরু করে চিটাগং এর প্রজাপতির খামার পর্যন্ত , কোথায় না গেছেন তিনি! আর সাথে তার ক্যামেরা। তার ভ্রমন বিষয়ক পোস্টের বড় আর্কষনীয় বিষয় অবশ্যই ছবি এবং সেই সাথে কিভাবে যাওয়া যায়, তা খুব পরিস্কার ভাষায় লেখা থাকে!
এখানে তার সকল ভ্রমন পোস্টের লিংক পাওয়া যাবে......
১।বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট )
ঘুরতে গিয়ে লাইভ ব্লগিংও করেছিলেন...
সুন্দরবন থেকে ব্লগিং- প্রথম বারের মত
তবে সম্প্রতি তার পায়ের তলায় সর্ষের পরিমান কিছু কম হচ্ছে, আমাদের নতুন ভাবী এসে তার পায়ে সর্ষের বোয়ামটা লুকিয়ে ফেলেছেন। তাই ঘুরঘুর একটু কমেছে! তারপরও গেছেন........
অবশেষে হাম হাম ঝর্ণা !!!!
আহাদিল:
আহদিল আপুর ভার্সিটির বন্ধুদের মিলে মনে হয় একটা গ্রুপ আছে, যারা সুযোগ পেলেই লোটাকম্বল গুছিয়ে বেরিয়ে পরেন। কারণ তার অনেক ঘুরাঘুরি পোস্টেই আদের অস্তিত্বের কথা জানান দেয়!
আহদিল আপুর ভ্রমন দেশের গন্ডি পেরিয়ে চলে গেছে দেশের বাইরেও!
চমৎকার লেখনী শক্তির সাথে তার পোস্টেরও আরেকটা আকর্ষনীয় দিক হলো ছবি। সে কিন্তু দারুন ফটোগ্রাফার। বৃষ্টির দিনেও বেরিয়ে পড়ে ক্যামেররা খানা নিয়ে...........
এখানে আহাদিল আপুর দেশে বিদেশের সমস্ত ভ্রমন ব্লগ গুলোর লিংক পাওয়া যাবে
আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
জুলভার্ণ:
নিজ লেখনী গুনে তার লেখা গুলো সুখপাঠ্য! যদিও তিনি ছবি আপলোডের জটিলতার কারণে ছবি দেন না, তবে তাতে করেও পড়ার আনন্দ বিন্দু মাত্র কমে না...
১।দেখে এলাম- চারু মজুমদারের বাড়ি
২।জুরাং বার্ড পার্কঃ সিংগাপুর
৩।আসুন কুমিল্লার ওয়ার সিমেট্রি
শুধু তো ভ্রমন কাহিনী পড়ে মজা পেলেই চলবে না, ভ্রমন বিড়ম্বনার কথাও মাথায় রাখতে হবে..
৪।ঢাকা-কলকাতা ভ্রমনের তিক্ত অভিজ্ঞতা
সাদা মনের মানুষ:
সত্যিকারের পদব্রাজক যাকে বলে, ইনি তাই । তার পোস্ট গুলোকে হয়তো পদ্ধতিগত ভাবে ভ্রমন পোস্ট বলা যায় না, মূলত ছবি ব্লগ। তবে এই সংকলেন তাকে রাখলাম তার এক বিশেষ কাজের জন্য!
সাদা মনের এই মানুষ একবার রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনা করেছিলেন, গিয়েও ছিলেন!
সেই হন্ঠন ভ্রমনের সিরিজ কাহিনী পড়ুন এখানে.......
১।ঢাকা টু চিটাগাং - ১২ ( আমীরগঞ্জ )
এছাড়া তার আর যে সব পোস্ট ভাল লগেছে......
২।এগারসিন্দুর দূর্গ ( ঈশা খাঁ দূর্গ )
৩।নিঝুম দ্বীপ ভ্রমন- শেষ পর্ব
৪।সোনাদিয়া দ্বীপ শেষ পর্ব
৫।গাড়ো পাহাড়ের পাদদেশে ( গজনী অবকাশ )
৬।এ্যাডভেঞ্চার অব সিপ্পি
আরমিন :
একদমই নতুন ব্লগার আরমিন, মাত্র দুমাস ধরে লিখছেন এখানে, তবে এই কদিনেই যে কয়টা ভ্রমন কাহিনী পোস্ট করেছেন সেটা পড়ে বোঝা যায় তার কাছ থেকে আমরা হয়তও ভাল কিছু পেতে যাচ্ছি......
১।মিটিং এর ফাঁকে হায়দ্রাবাদে: পর্ব২
২।মিটিং এর ফাঁকে হায়দ্রাবাদে
৩।যেখানে পাহাড় মেঘ চেনায়
পয়গম্বর:
ভুপেন হাজারিকার "আমি এক যাযাবর" গানটা যেন পয়গম্বর ভাইয়ার জন্যই তৈরি হয়েছে। সেই সীমান্ত পেরিয়ে কমলালেবুর বাগান দেখতে যাওয়া থেকে শরু করে পাশের দেশের কালিমপং ভ্রমন, কি নেই তার ঝুড়িতে! তার ভ্রমন পোস্ট গুলোর বিশেষত্ব যেটা আমার মনে হয়েছে, সেটা হলো পর্যটন স্থান হিসাবে তুলনামূলক কম পরিচিত জায়গা গুলোতে তিনি বেশি ঘুরেছেন, এবং যাতায়ত ব্যবস্থা, ছবি সহ খুব সুন্দর করে ভবিষ্যৎ ভ্রমনকারীদের জন্য ব্লগে তা লিপিবদ্ধ করেছেন।
পয়গম্বর ভাইয়র বিশাল ভ্রমন কাহিনী গুলোর সংকলন সবই পাবেন এই পোস্টেই : আমার ভ্রমণ-কাহিনী ও ছবি ব্লগ গুলোর কালেকশন
নাআমি :
নাআমি আপুর ভ্রমন পোস্ট গুলো বেশির ভাগই আস্ট্রেলিয়া নিয়ে। আর সুন্দর লেখা ও ছবির পাশাপাশি প্রবাসী ব্লগার নাআমি আপুর লেখার পড়ার সাথে সাথে গান শোনারো ব্যবস্থাও থাকে।
তার চোখে আমারও দেখে নেই অস্ট্রেলিয়ারকে........
১।অপরুপা পার্কল্যান্ড !!
২।স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া ! ব্রিসবেন-- ২য় পর্ব
৩।থিম পার্ক, সোনালি সৈকতময় শহর, গোল্ড কোস্ট, (শেষ পর্ব)
৪।প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর সান সাইন কোষ্ট (শেষ পর্ব),অস্ট্রেলিয়া..
৫।ছোট্ট বালি দ্বীপ.....ব্রাইবী আইল্যান্ড (Bribie Island) !
আরিয়ানা:
আরিয়ানা আপু কে আমার খুব দু:সাহসী, ডানপিটে মেয়ে বলে মনে হয় , তার লেখার ভাঁজে ভাঁজেও কিন্তু সেই প্রচ্ছায়াটা টের পাওয়া যায়! বাংলা বানান রীতি নিয়ে তার অজ্ঞতার কথা স্বীকার করে সে নিজেই, তারপরও তার ভ্রমন কাহিনী গুলো পড়ার মজাই আলাদা, গড়পরতা বাঙ্গালী জীবনের চাইতে একদম ভিন্ন স্বাদের.......
১।আশির দশকে চিরকাল শহরে থাকা আরিয়ানা আপু গ্রাম ভ্রমণে গিয়ে আটকে পরলেন বণ্যায়, এর পর পাক্কা তিন মাস বণ্যা বন্দী, সেই কাহিনী পড়ুন .......
১৯৮৮ ও আমার সাড়ে তিন মাস।
২।আকাশ থেকে লাফিয়ে মাটিতে নেমে আসার মাঝখানের শূণ্যে পথে ভ্রমন করার আভিজ্ঞতায় মানে স্কাই ডাইভিং নিয়ে লেখা জীবনের সবচাইতে বড় অভিজ্ঞতা Anyone can ever have...
৩।প্যাসিফিক সিতে তিমিদের জলকেলি চাক্ষুস করার দূর্লভ অভিজ্ঞতা পড়তে পারবেন
তিমির প্রেম
৪।অস্ট্রেলিয়ার এক সোনার খনি দেখতে যাওয়া নিয়ে লেখা
অস্ট্রেলিয়া - ৬
এছাড়াও অস্ট্রেলিয়া যাত্রাপথ নিয়ে তার আরও ৫ টি খুবই মজার লেখা আছে, পেয়ে যাবেন ওনার ব্লগেই!
৫।ব্রিসবেন নিয়ে দুই পর্বের লেখার শেষটা
ব্রিসবেন-২
৬।ভিয়েতনাম ভ্রমণ নিয়ে পাঁচ পর্বের সিরিজ লেখার শেষ পর্বটি ...
ভিয়েতনাম_ডেনাং
৭।কম্বোডিয়ায় ভ্রমণ নিয়ে কয়েক পর্ব লেখার মধ্য থেকে দুটি দিলাম এখানে
সিয়াম রিপ অ্যাংকর ওয়াট
৮। কেম্বডিয়ায় ৭ দিন
মুহাম্মদ জহিরুল ইসলাম:
সৌখিন মুদ্রা সংগ্রহক ঝির ভাইয়েরও রয়েছে ভয়াবহ রকমের ঘোরাঘুরির শখ। এই ঈদেও ভাবিকে দেশে রেখে একা একাই ঘুরে আসলেন ফিলিপাইন (সেই জন্য তীব্র ধিক্কার)।
এইখানে জহির ভাইয়ার সব কটা ভ্রমন পোস্টের লিংক পাওয়া যাবে, যার মধ্যে কিছু কিছু আবার দৈনিক পত্রিকাতেও প্রকাশিত হয়েছে
আমার যত ভ্রমন ব্লগ...
কাঊসার রুশো:
রুশো ভাই মুভিখোর হিসাবে বহুল পরিচিত হলেও তিনি কিন্তু খুব চমৎকার সব ভ্রমন কাহিনী লিখতেও সমান ওস্তাদ। সেই সাথে তার ছবি তোলরা হাতটাও সমানে সমান।
কাঊসার রুশোর ভ্রমন কাহিনী সমকাল পত্রিকাতেও প্রকাশিত হয়েছে।
এখানে রুশোর সকল ভ্রমন পোস্টের লিংক পাওয়া যাবে........
আমার যত ভ্রমণ ও ছবিব্লগ
টিংকু ট্রাভেলার:
চ্যানের আইতে টিংকু ভাইয়ের "বাংলার পথে" অনুষ্ঠানটি নিশ্চয়ই অনেকেই দেখেছেন! তার ব্লগেও রয়েছে জম্পেস সব ভ্রমন কাহিনী, ভিডিও এবং ভ্রমন সংক্রান্ত বিভিন্ন ইভেন্টের আপডেট........
১।নাটোরের উত্তরা গণভবন দেখুন। বাংলারপথে.........
২।শাহপরীর দ্বীপে গেছিলাম। ভাল লাগছে। ছবি তুলছি। দেখাইলাম।
৩।নাফাখুম থেকে জিনাপাড়া... বাংলারপথে
৪। নারায়নগঞ্জের গরমে একটু নৌকাবাইচ হয়ে যাক
৫। বান্দরবানের গহীনের নাক্ষিয়ং দেখতে, এবার নেবেন ছোট্ট একটা রিস্ক, কাটুন নম্বর ছিক্স
সায়েম মুন:
মুনাপ্পি প্রধানত কবি সাহেব হলেও ভ্রমন কাহিনী এবং ছবি তোলাতেও যে কম যায় না, সেটা তার ভ্রমন পোস্ট গুলোই বলে দেয়!
সায়েম মুনের ভ্রমন ব্লগ গুলো দেখে নেই তাহলে......
১।পাহাড় যখন সফরসঙ্গী
২। ঝর্ণার টানে ছুটে চলা ছবি ও ভ্রমণ কাহিনী
৩। চল! আর একবার যাযাবর হই!
৪। বান্দরবান-পরিভ্রমণ
৫।সুন্দরবন পরিভ্রমণ
ত্রিনিত্রি:
গল্পকার ত্রিনিত্রির ব্লগ যাত্রা শুরু হয়েছিল ভ্রমন কাহিনী দিয়েই, যদিও পরে আর তার তেমন একটা মনোযোগ দেখা যাচ্ছে না সেদিকে
১। দার্জিলিং জমজমাট! ২।ভ্রমন বিষয়ক লেখা আহবান
৩।ভূটান: ল্যান্ড অব থান্ডার ড্রাগন
৪।ছবি ব্লগঃ হিমালয় কন্যা নেপাল – পোখারা
৫।ছবি ব্লগঃ হিমালয় কন্যা নেপাল
চাটিকিয়াং রুমান:
নিকের মধ্যেই কেমন একটা চাটগাইয়া ভাব তাই না?
রুমানের ভ্রমন ব্লগ গুলো ..........
১।পতেঙ্গা সমুদ্র সৈকতঃ ছবিয়াল ব্লগ
২।প্রাকৃতিক নৈসর্গে ভরা মহামায়া ও মুহুরী প্রকল্পে একদিন
৩।দেখে আসুন বাটালী হিল
৪।ঘুরে এলাম শ্রীহট্ট থেকে- শেষ পর্ব
পুরাতন:
একদা শ্রীলংকা প্রবাসী এই পুরাতন ভাইয়ের কল্যানে আমরা শ্রীলংকা, মালদ্বীপের চোখ ধাধানো সৌন্দর্য্য গুলো উপভোগ করতে পারতাম!
কিন্তু বর্তমানে তিনি দেশে ফিরে ভেলপুরি, চিকেন শর্মা এইসভ হাবিজাবি বানাতে ব্যস্ত থাকায় আমাদের আর নতুন করে কোন পুরাতন ভ্রমন কাহিনী পড়া হয় না
১।ন্যাশনাল জুয়োলজিকাল গার্ডেন, ওয়েলাওয়াত্তা
২।গল মাতারা ভ্রমণ
৩।ইধাফুশী আইল্যান্ড
৪।মালেতে কয়েকদিন
৫।ছুটির দিনে ধানগীতি আর অন্যান্য
অর্ফিয়াস:
আন্তর্জাতিক গাইড বই লোনলি প্লানেটের বাংলাদেশের কন্ট্রিবিউটর অর্ফিয়াস ভাইয়ার ভ্রমন কাহিনী গুল খুব আগ্রহ উদ্দীপক হবে, এ আর নতুন কি!!
তার যে লেখাটা আমার সব চাইতে বেশি ভাল লেগেছিল, সেটা ছিল ড়াইল জেলার হরিহার নামে প্রত্যন্ত এক গ্রামে ভোদর দিয়ে মাছ শিকার করার কাহিনী....
১। 'অটার ফিশিং' দেখতে গহীন গায়ে.........
২।মালঞ্চে'র সে রাতে মনে হয়েছিলো 'আহা জীবন এতো ছোটো ক্যানে?'
৩।রানীগন্জের প্রকৃতি......
৪।জোসনার মায়াবী আলোয় এক আলৌকিক জল ভ্রমণের গল্প
৫।লাউডোব এ সন্ধ্যা নামে...............
কুন্তল_এ
কুন্তল_এ , খুব নিয়মিত নন ব্লগে। ওনার দিল্লী থেকে অমৃতসর স্বর্ণমন্দিরকে নিয়ে একটি সুন্দর ভ্রমন কাহিনী আছে যা পাঁচটি পর্বে ওনার ব্লগে দিয়েছেন। চমৎকার বর্ণনার জন্য ভ্রমণ কাহিনীটি বেশ আকর্ষণীয় হয়েছে। এখানে দেখা যাবে ভ্রমণ নিয়ে ওনার চমৎকার পোষ্ট টি :
ভ্রমণ : দিল্লী থেকে অমৃতসর ... স্বর্ণমন্দির ছুঁয়ে একটি ঝটিকা সফর
হিবিজিবি:
প্যারিস, ভেনিস, মেনকো, কান, সুইজারল্যান্ড.....এসব নামীদামী শহর গুলোর অপার সৈন্দর্য্যকে উপভোগ করতে চান নেটে বসেই? তাহলে আপনাকে যেতেই হবে হিবিজিবি ভাইয়ের ব্লগে।
নাম হিবিজিবি হলেও তার লেখা খুব গোছানো আর ছবি গুলোও মনোরোম.....
১।হিবিজিবি’র ভ্রমণ ব্লগঃ বিশ্বখ্যাত Postojnska Jama গুহা, স্লোভেনিয়া।
২।চলুন ঘুরে আসি রোমান্টিক ও রহস্যময় নগরী ভেনিস!!
৩।উপভোগ করুন ইতালীর ইসেও (Iseo Lake) লেকের সৌন্দর্য!!
৪।চলুন ঘুরে আসি মোনাকো এবং কান সিটি থেকে
৫।আমার দেখা জেনেভা, সুইজারল্যান্ড-৩
এছাড়া ভ্রমনপিয়াসী সবার জন্য এই পোস্টটিও কাজে লাগবে বলে আশাকরি...
১।হানীর বাংলাদেশের জেলা ভিত্তিক দর্শনীয় স্থানের তালিকা চলুন ঘুরি টেকনাফ থেকে তেতুলিয়া.................
শুভকামনা রইলো সকল পর্যটক আর ভবিষ্যত পর্যটকদের জন্য। পর্যটন শিল্প হতে পারতো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটা চালিকা শক্তি। কিন্তু হাজারো অপূর্ণতার সাথে এটাও এখনও একটা অবহেলিত জায়গা ! নেটে সার্চ দিলে বাংলাদেশের এই সব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সম্পর্কে ধরতে গেলে তেমন কোন তথ্যই পাওয়া যায় না। সেদিকে থেকে ব্লগ মাধ্যমের এসব লেখাই অনেকটা অন্ধের ষষ্ঠীর মতো।
সকলের জন্য শুভ কামনা আর নববর্ষের শুভেচ্ছা রইলো....
এখানে মূলত: ব্লগে যাদের লেখার মূল থিম হলো ভ্রমন কাহিনী তাদের লেখা নেয়া হয়েছে। এমন কারো লেখা যদি বাদ পরে যায় তো, দয়া করে জানাবেন!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৯