বছর ঘুরে আবারও চলে আসলো ব্লগের বই , ব্লগারদের বই প্রকাশের সময়! আসছে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসের একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা ''শুদ্ধস্বর" থেকে প্রকাশিত হতে যাচ্ছে ব্লগারদের বই "অপর বাস্তব-৬"। উল্লেখ্য বাংলাদেশে অপর বাস্তব-ই প্রথম বই, যা সামহোয়্যারইন এর বিভিন্ন ব্লগারের লেখা ভিন্ন ভিন্ন পোস্ট নিয়ে ২০০৭ সাল থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। ফেইস বুকে দেখুন অপর বাস্তবকে ।
লেখার বিষয়বস্তু :
এবছর অপর বাস্তবের বিষয়বস্তু হিসাবে নির্বাচন করা হয়েছে নভেম্বর ২০১০ থেকে ডিসেম্বর ২০১১ সময়কালের মধ্যে সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত রম্য নির্ভর লেখা এবং সেই সাথে সেইসব লেখা গুলো , যা বিকল্প মিডিয়ার চাহিদাকে পূরণ করেছে।
রম্য নির্ভর লেখা : এটা হতে পারে গল্প , কবিতা , সমসাময়িক ঘটনা প্রবাহ , রাজনৈতিক , মুভি রিভিউ ইতাদি।
বিকল্প মিডিয়ার চাহিদা সম্পন্ন লেখা : দৈনিক সংবাদ পত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদি প্রচার মাধ্যমের বিকল্প ধারায় মূলত: ব্লগ এবং ফেইসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোকে ধরা হয়। সমসাময়িক হিসেবে লেখা আসতে পারে : ভিকারুন্নেসার ছাত্রী নির্যাতন, কনকো পিলিপস চুক্তি, টিফা , জগন্নাথ ভার্সিটি, পারসোনা ইতাদি সম্পর্কিত লেখা।
এছাড়া আরও একটা খুশির খবর : সামহোয়্যারইন ব্লগের নির্বাচিত লেখা নিয়ে প্রকাশিত সংকলন ‘অপর বাস্তব’ এর প্রচারণার জন্য 'রেডিও ফুর্তি ৮৮ এফ এম ব্যান্ডের ' মধ্যে গত ২৪ শে নভেম্বর ২০১১ একটা চুক্তি স্বাক্ষর করা হয়ছে। এই চুক্তির আওতায় রেডিও ফুর্তি ফেব্রুয়ারী মাস জুড়ে অপর বাস্তবের প্রচারণা চালাবে, হবে ব্লগারদের সাক্ষাৎকার। অপর বাস্তবের ব্লগাররা রেডিও ফুর্তির বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেসব নিয়ে ব্লগ লিখবেন। এছাড়াও থাকবে অপর বাস্তবের বিভিন্ন তথ্য নিয়ে কুইজ অনুষ্ঠান এবং কুইজে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার!
সুতরাং ব্লগের ভাইয়া এবং আপুরা, সামহোয়ারইন ব্লগে প্রকাশিত আপনাদের নিজেদের অথবা আপনাদের পছন্দের রম্য আর বিকল্প মিডায়াতে অবদান রাখা পোস্ট গুলোর নাম এবং লিংক এই পোস্টের মন্তব্যের ঘরে উল্লেখ করুন।
লেখা মনোনায়ন দেবার শেষ তারিখ ১৬ই ডিসেম্বর।
আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, যেটা ছাড়া কোন ভাবেই এই কাজটা করা সম্ভব হবে না। সুতরাং চমৎকার সব লেখা গুলো খুজে পেতে আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দিন, আশাকরি সকলের প্রচেষ্টায় 'ব্লগারদের বই' অপর বাস্তব-৬ হয়ে উঠবে অত্যন্ত আকর্ষনীয় এক সংকলন।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৭