কলি : বঙ্গবন্ধু ফিরে এলে ৷
কথা : মোঃ আবিদুর রহমান ৷
সুর : সুধীনদাস গুপ্ত ৷
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ৷
তাল : কাহারবা ৷
বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়
তুমি আজ ঘরে ঘরে এতো খুশী তাই
কি ভালো তোমাকে বাসি আমরা
বলো কি করে বোঝাই ৷৷
এদেশেকে বলো তুমি বলো কেনো এতো ভালোবাসলে
সাত কোটি মানুষের হৃদয়ের এতো কাছে কেনো আসলে
এমন আপন আজ বাংলায় তুমি ছাড়া আর কেউ নেই
বলো কি করে বোঝাই ৷৷
সারাটা জীবন তুমি নিজে শুধু জেলে জেলে থাকলে
আর তব স্বপ্নের সুখী আজ বাংলার ছবি শুধু আঁকলে ?
তোমার নিজের সুখ সম্ভার কিছু আর দেখলে না তাই
বলো কি করে বোঝাই ৷৷
কলি : সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল ৷
কথা : অধ্যাপক আবু সাঈদ ৷
সুর : সাদি মোহাম্মদ ৷
শিল্পী : সাদি মোহাম্মদ ৷
তাল : কাহারবা ৷
সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল ছিল না চাঁদ
ভোরের আকাশে সূর্যের আলো ঢেকে
তোমার রক্ত মিশে গেলো সমুদ্র সমতল ৷৷
স্বপ্ন সাধনা আর সোনার বাংলা কি যে ভালোবাসি
চেয়েছিলে তুমি দুখী মানুষের মুখে হাসি
সারাটা জীবন দিয়ে মরণেরে করে গেলে জয়
স্বদেশের বুক জুড়ে আজো তাই কত যে অশ্রুজল ৷
কে বলে আজ এই বাংলায় শুধু তুমি নেই
কেবল তুমি যে দিকে তাকাই শুধু তুমি
তোমার কীর্তি শাশ্বত অমলিন
সূর্য পতাকা প্রিয় স্বাধীনতা চির সমুজ্জল, হায় ৷
সেদিন আকাশে--- --- --- --- ছিল না চাঁদ ৷৷
কলি : বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ ৷
কথা : গৌরী প্রসন্ন মজুমদার ৷
সুর : শ্যামল মিত্র ৷
শিল্পী : শ্যামল মিত্র ৷
তাল : দ্রুত দাদরা ৷
বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খৃষ্টান,
বাংলার মুসলমাল
আমরা সবাই বাঙালি ৷৷
তিতুমীর, ঈশা খাঁ, সিরাজ সন্তান এই বাংলাদেশে,
ক্ষদিরাম, সূর্যসেন, নেতাজী সন্তান এই বাংলাদেশে,
এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল
কার সে কণ্ঠস্বর, মুজিবর সে যে মুজিবর,
জয় বাংলা বলেরে ভাই ৷৷
ছয়টি ছেলে বাংলা ভাষার চরণে দিল প্রাণ,
তারা বলে গেল ভাষাই ধর্ম, ভাষাই মোদের মান ৷
মাইকেল, বিশ্বকবি, নজরুল সন্তান এই বাংলাদেশে,
কায়কোবাদ, বিবেকানন্দ, অরবিন্দ সন্তান এই বাংলাদেশে ৷
এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল
কার সে কণ্ঠস্বর, মুজিবর সে যে মুজিবর
জয় বাংলা বলেরে ভাই ৷৷
কলি : তুমি চলে গেছো থেকে যাবে ৷
কথা : কবি জাহিদুল হক ৷
সুর : সত্য সাহ্য ৷
শিল্পী : শাম্মি আক্তার ৷
তাল : কাহারবা ৷
তুমি চলে গেছো থেকে যাবে তবু নাম
শেখ মুজিবুর রহমান
তোমার কাজের অপরূপ পরিণাম
চিরকাল পাবে সম্মান
শেখ মুজিবুর রহমান ৷৷
জনতার দেশে থাকে জনতার শত্রু
তুমি আজীবন ছিলে মানুষের মিত্র
গণপ্রজাতন্ত্রের তুমি এক জন
সুমহান সন্তান
শেখ মুজিবুর রহমান ৷৷
রাজনীতি জুড়ে থাকে খুন মাখা স্বার্থ
তুমি ভালোবাসা মুড়ে তাকে দিয়েছিলে অর্থ
স্বাধীনতা মঞ্চের গানে বাঙালির
এনেছিলে তুমি বান
শেখ মুজিবুর রহমান ৷৷
কলি : যদি রাত পোহালে শোনা যেতো ৷
কথা : হাসান মতিউর রহমান ৷
সুর : মলয় কুমার গাঙ্গুলী ৷
শিল্পী ১ম : মলয় কুমার গাঙ্গুলী ৷
শিল্পী ২য় : সাবিনা ইয়াসমিন ৷
তাল : কাহারবা ৷
যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই
যদি রাজপথে আবার মিছিল হতো
বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই
তবে বিশ্ব পেতো এক মহান নেতা
আমরা পেতাম ফিরে জাতির পিতা ৷৷
যে মানুষ ভীরু কাপুরুষের মতো
করেনিতো কখনো মাথা নত
এনেছিলে হায়নার ছোবল থেকে
আমাদের প্রিয় স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা ৷৷
কে আছে বাঙ্গালী তাঁর সমতুল্য
ইতিহাস একদিন দেবে তার মূল্য
সত্যকে মিথ্যার আড়াল করে
যায় কি রাখা কখনো তা, কখনোতা কখনোতা ৷৷
কলি : শোন, একটি মুজিবরের থেকে ৷
কথা : গৌরী প্রসন্ন মজুমদার ৷
সুর : অংশুমান রায় ৷
শিল্পী : অংশুমান রায় ৷
তাল : কাহারবা ৷
শোন, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে উঠে রণি ৷
বাংলাদেশ আমার বাংলাদেশ ৷৷
সেই সবুজের বুকচেরা মেঠো পথে
আবার যে যাব ফিরে আমার,
হারানো বাংলাকে আবার তো ফিরে পাব ৷
শিল্পে কাব্যে কোথায় আছে
হায়রে এমন সোনার খনি ৷৷
বিশ্ব কবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ
জীবনানন্দের রূপসী বাংলা,
রূপের যে তার নেইকো শেষ, বাংলাদেশ ৷
জয় বাংলা বলতে মনরে আমার
এখনো কেন ভাব আবার,
হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো ৷
অন্ধকারের পূব- আকাশে উঠবে আবার দিনমণি ৷৷
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০১