
যারা এডভেন্চার ও ঘুরাঘুরি পছন্দ করেন তাদের জন্য এই ফিল্ম ফেস্টিভাল টা অনেকটা স্বপ্নের মতো। এই স্বপ্নকে ২য় বারের মত আমাদের দোর গোড়ায় নিয়ে আসার জন্য ধন্যবাদ কেউক্রাডং (http://www.kewkradong.com/) বাংলাদেশ কে।
কানাডার বানফ ইনস্টিটিউট (http://www.banffcentre.ca/) প্রতি বছর প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করে বছরের সেরা এডভেন্চার মুলক ফিল্ম, পরবর্তিতে এই বাছাইকৃত ফিল্ম গুলি পৃথিবীর বড় বড় শহর গুলিতে প্রর্দশিত হয়ে থাকে, এইবারের ফিল্ম ফেস্টিভাল ওয়ার্ল্ড ট্যুর ঘুরছে ৬৩৫ টি শোতে ৩২টি দেশের ৩৫০ টি শহরে।
আগামি কাল ফেস্টিভ্যালের ৩য় ও শেষ দিন, দেখানো হচ্ছে গোথে ইনস্টিটিউট/ জার্মান কালচারাল সেন্টারে, সময় বিকাল ৪ টা থেকে ৬ টা ও সন্ধা ৭ টা থেকে ৯টা। চরম উত্তেজনা পুর্ন ফিল্ম গুলি দেখার পাশাপাশি উপহার হিসাবে পাবেন টি-শার্ট, এডভেন্চার ম্যাগাজিন তৃণ, বাংলাবাজার পত্রিকার কপি সাথে ট্রাভেল পেজ দেশের পথে ও বানফের একটি চমতকার পোস্টার।
এই শোটি বাংলাদেশে হওয়ার জন্য বিশেষ ধন্যবাদ পাবে ন্যাশনাল জিওগ্রাফি, বাংলাবাজার পত্রিকা ও গোথে ইনস্টিটিউট ঢাকা।
ব্যানফ ফিল্ম ফেস্টিভ্যালের প্রোমো ভিডিও:
নিচে আজকের প্রদর্শনির কিছু ছবি:
গোথে ইনস্টিটিউটের গেটে ব্যানার:
ফ্রি রেজিস্ট্রেশন, টি-শার্ট ও তৃণ দেয়া হচ্ছে:
বিরতিতে ট্রাভেলারস অব বাংলাদেশের সদস্যরা:
ফিল্ম শো সম্পর্কে ছোট্ট করে বক্তব্য রাখছেন মুনতাসির মামুন:
বিস্তারিত দেখুন: Click This Link
নোট:
১. প্রথম ছবিটি বানফ সেন্টারের ওয়েবসাইট থেকে নেয়া ও স্বত্ত সংরক্ষিত।
২. ট্রাভেলারস অব বাংলাদেশ ফেসবুক ভিত্তিক ট্রাভেল গ্রুপ: http://www.facebook.com/groups/mail.tob
৩. আমি কোনভাবেই বানফ বা এই ফিল্ম ফেস্টিভ্যালের সাথে জড়িত নই, শুধুমাত্র দর্শক, নিজের ভালো লাগার কারনে এই পোস্ট।