আমিনুর রহমান মামুন
নববর্ষের রঙে রঙ্নি হয়ে উঠবে যশোর। বর্তমানে নামকরা সাংস্কৃতিক সংগঠনগুলো সে কাজেই ব্যস্ত। এরমধ্যে একটি অলিখিত প্রতিযোগিতাও চলছে তাদের মধ্যে। সে প্রতিযোগিতা কে কত ভাল করতে পারে তার। এ জন্য সংগঠনগুলোর কর্মীরা রাত-দিন কাজ করছে। শহরে বের হলেই তার প্রমান পয়া যায়। মোড়ে মোড়ে নববর্ষ পালনের আহবান সম্বলিত লেখনি ও ফেস্টুন। কোথাও কোথাও দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি সংস্কৃতির প্রতিকৃতি। আর বিপণী বিতানগুলো সাজানো হয়েছে নববর্ষের বর্ণিল পোষাকে। সবকিছু মিলে যশোরে বিরাজ করছে উৎসবের আমেজ।
নববর্ষ পালনে রাজধানীর বাইরে যে কটি জেলা এগিয়ে যশোর তার মধ্যে অন্যতম। যশোর অনেক আগথেকেই ব্যতিক্রমি আর আকর্ষণীয় নানা আয়োজন করে একটি নিজস্ব স্থান করে নিয়েছে। এজন্য এখন যশেরের নববর্ষের অনুষ্ঠান কোন না বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করে থাকে। এবারো চলছে তার প্রস্ততুতি। যশোর পৌর উদ্যান থেকে উদীচী যশোরের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেব দেশ টেলিভিশন। গতবার করেছিল বন্ধ হয়ে যাওয়া বেসরকারি টিভি চ্যানেল ওয়ান। এ জন্য কোথাও ফাঁক রাখছেন না উদীচী যশোরের কর্মীরা। বর্ণিল অনুষ্ঠান উপহার দেয়ার সবপ্রস্তুতিই চলছে সংগঠনটির। ইতিমধ্যে অনুষ্ঠান উপভোগ করার আহবান জানিয়ে দেয়ালে দেয়ালে নববর্ষের চিত্র আর মোড়ে মোড়ে ফেস্টুন ঝুলিয়ে নববর্ষের আগামণী বার্তা জানিয়ে দেয়া হয়েছে। বসে নেই অন্যান্য সংগঠনগুলোও। চারূপীট, বিবর্তন, শেকড়, সুরবিতান, চাঁদেরহাট, তির্যক প্রভৃতি সংগঠনগুলো ভাল করার জন্য নিজেরাই নিজেদের বিরুদ্ধে প্রতিয়োগিতা চালিয়ে যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যশোরের সংগঠনগুলো ব্যতিক্রমি নববর্ষের কার্ড বানাতে সিদ্ধ হস্ত। প্রতিবারই তারা ভিন্নধর্মীর কার্ড বানিয়ে যশোরবাসেিক বিমোহিতকরেন। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। এজন্য চলছে জোর প্রস্তুতি। উদীচী যশোর সবসময় কাঠ দিয়ে দৃষ্টিকাড়া কার্ড তৈরী করে। এবারো তারা তাই করছেন। উদীচীর একটি সুত্র জানায়-এবারো তারা যশোরের সাংস্কৃতিক অঙ্গনের মানুষকে নববর্ষের কার্ড দিয়ে আনন্দে ভরিয়ে দেবেন। ব্যতিক্রমি কার্ড বানায় আরো একটি সংগঠন। সেটি হলো বিবর্তন যশোর। এবার তারা মাটির প্রলেপের ইপর এক পল্লী বধূর ধান ঝাড়ার দৃশ্য সম্বলিত কার্ড বানিয়েছে। তাতে ব্যবহার করা হয়েছে প্রকৃত ধান। বধূটিকে ফুটিয়ে তোলা হয়েছে রঙের আচড়ে। বিবর্তনের কার্ড এবারো সবার দৃষ্টি কাড়বে। অন্য সংগঠনগুলোও চেষ্টা করছে তাদের নিজস্বতা ধরে রাখতে।
এদিকে নববর্ষকে বরণ করতে বসে নেই সাধারণ মানুষও। নববর্ষ উপলে উৎসবের াামেজ বিরাজ করছে শহরজুড়ে। শহরে বের হলেই তার প্রমান পাওয়া যায়। কারণ বিপণী বিতানগুলো লাল-সাদার সংমিশ্রণ তৈরী পোশাক দিয়ে ভরে ফেলেছে। সে সব পোশাক দৃষ্টি কাড়ছে। কেনাকাটাও হচ্ছে ব্যাপক। কে কত নজর কাড়া পোশাক কিনতে পারে তার একটা প্রতিযোগিতাও চলছে। এর অন্যতম কারণ নববর্ষের সকালে যশোর শহরে মানুষের ঢল নামে। পৌর উদ্যানে হাজির হয় হাজার হাজার মানুষ। এখানে উদীচী যশোর এবার যে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে তাতে অংশ নেবে অন্তত পাঁচ শতাধিক শিল্পী। আর বিবর্তণের অনুষ্ঠানে অংশ নেবে চার শতাধিক সাংস্কৃতিক কর্মী। এ থেকেই বোঝা যায় যশোরে নববর্ষ পালনের চিত্র। এই দৃটি সংগঠন ছাড়াও আরো ডজন খানেই নামকরা প্রতিষ্ঠান রয়েছে যারা সাড়ম্বরেই নববর্ষ উদযাপন করে থাকে। তাদের সেই আয়েজন স্বার্থক করতে যশোরবাসীও তাতে অংশ নেন। সকাল থেকে রাত অবধি মানুষ মেতে থাকেন নববর্ষ বরণের উৎসবে। বর্তমানে তার প্রস্তুতি চলায় এখই যশোরে বিরাজ করছে উৎসবের আমেজ। #
যশোর। তাং-০৮.০৪.১১

আলোচিত ব্লগ
=একটু সৃজনশীল হও=
খেয়ে দেয়ে আরামসে ঘুম, এ জীবন বুঝি
খাও দাও ঘুমাও এ কর্ম রোজই,
টিকটকে ভিডিও, ফেসবুকের রিল,
তাতেই করছো সুখ ফিল?
সাজুগুজু, প্রাশ্চাত্যের ড্রেসাপ, হাই হিলে হাঁটা
ব্যস! এমন অহমে পূর্ণ জীবনে ঝাঁটা
নেই সংসার গুছানোতে... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিবে ?
আওয়ামী লীগের মিছিলের সংখ্যা দিন দিন বাড়ছে। ঢাকার ডেমরা-উত্তরা- বাড্ডা - মিরপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে। প্রায় তিনমাস ধরে রাস্তায় মিছিল নামানোর প্রস্তুতি ছিলো। মিছিলে... ...বাকিটুকু পড়ুন
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনাকো তুমি- যেদেশে হাসির জন্যও প্রাণ দিতে হয়!
কয়েক দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম হবু চন্দের আইন কবিতা নিয়ে, যেখানে কান্নার বিরুদ্ধে রাজা আইন জাড়ি করেছিলেন.....আজ লিখতে হচ্ছে- হাসির জন্য প্রাণ কেড়ে নেওয়ার ঘটনা নিয়ে। আমরা সবাই ইতোমধ্যেই... ...বাকিটুকু পড়ুন
কিছু কিছু মানুষ জ্ঞান-বুদ্ধি সম্পন্ন হওয়া সত্ত্বেও তা কাজে লাগাতে পারে না
নারীর বাড়ি দিনাজপুর। স্বামী ঢাকায় ব্যবসা করেন। পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কথাবার্তা বন্ধ ছিল কয়েকদিন। এরমধ্যে ফেসবুকে রংপুরের কাউনিয়ার যুবক শামীমের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। পরে মোবাইল... ...বাকিটুকু পড়ুন
৭১ না দেখেও কেবল ইতিহাস পড়ে যদি আপনি ৫৩ বছর পরে এসেও পাকিস্তানকে ঘৃণা করতে পারেন। তাহলে নিজ চোখে ভারতের আগ্রাসন দেখেও চুপ কেন?
প্রথমেই শুরু করতে চাই সীমান্ত হত্যা নিয়েঃ -
ভারতীয় সীমান্তরক্ষী দ্বারা ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ১,৫০০ সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যা করা হয়েছে। ভারত সরকারের বাংলাদেশের সীমান্তে... ...বাকিটুকু পড়ুন