সেদিন আমার এক বন্ধুর বাসায় কাজ করছিলাম... হঠাৎ আমাকে একটা জিনিস দেখাল, দেখে তো আমরা হাসতে হাসতে শেষ... বাংলাদেশী বালকের সার্চ ইন্জিন... সে নাকি আবার রেগুলার আপডেট করে... আবাল কোথাকার... সার্চডাব্লিউ৩ নেট নাম...
মাঝে মাঝে সত্যিই খুব খারাপ লাগে... এইরকম ফালতু একটা জিনিসকে পত্রিকা-টিভিওয়ালারা কিভাবে মাথায় করে নাচছে...
একটা বিষয় অন্তঃত সবার মাথায় রাখা দরকার যে, এটা কোন ইউনিক সার্চ ইন্জিন না। এটা একটা মেটা সার্চ...
জাভাস্ক্রিপ্ট এ একটু দখল থাকলেই এটা করা কোন বিষয়ই না... আর নেটে পাওয়া যায় না এমন কিছু নাই বললেই হয়।
আমিই একটু আগে নেটে বের করেছি কিকরে একটা মেটা সার্চ ইন্জিন বানানো যায়। "how to create a meta search engine" লিখে গুগলে একটা সার্চ দেন...কালকে আপনিও একটা বানাতে পারবেন। গুগল ইয়াহুর জিনিস মেরে দেয়ায় কৃতিত্বটা কোথায়? তাও আবার টার্মস এন্ড কন্ডিশন হাইলি ভায়োলেট করে? সে নাকি কমার্শিয়ালি লঞ্চ করবে... গুগল ধরলে মজাটা বুঝবে...কারন "Google in particular will NOT allow you display their results ANYWHERE, unless you pay....and the fee is quite high."
আমার কথা হচ্ছে, বাংলাদেশে কি এই শেহজাদরাই সব? এদের দু্ই নাম্বার জিনিস গুলোই কি সব, যে মাথায় করে নাচতে হবে? কই, হাসিন ভাইয়ের নাম তো পত্রিকার পাতায় দেখি না? দেখিনা রাগিব ভাইয়ের নাম... দেখি না মান্চুমাহারা, ইমরান, অমি আজাদ উনাদের নাম...
আমি খুব বড় মাপের টেকি না হলেও প্রায়ই হাসিন ভাইয়ের ব্লগে যাই। প্রায়ই নতুন নতুন কিছু না কিছু পাওয়া যায় যেগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডে বেশ কাজে লাগে। উনার নতুন নতুন প্রজেক্টগুলোও যেমন ইউনিক, তেমনি অসাধারন। কই, কখনো তো দেখলাম না উনার কোন প্রজেক্ট নিয়ে পত্রিকায় লেখা হয়েছে? ইউনিকোড বাংলায় উনার অবদান নিয়ে তো কোন লেখা পাই না... মান্চুদা উনার সাইট নিয়ে ওয়েবে বাংলার জন্য যেভাবে কাজ করছেন, কই কখনো তো কোন খবরের নিউজ হিসেবে পেলাম না...
এইসব ছাগলগুলা খালি জানে কিছু একটার হুজুগ উঠলেই লাফালাফি করতে... তাও দুইনাম্বারি জিনিসের হুজুগ...
আমি আর আমার ওই বন্ধু রোজ পত্রিকার এই টেকি পাতাগুলো পড়ি আর হাসি... সিম্পসনস দেখলেও এত হাসি পায় না। মাঝে মাঝে পত্রিকার কলামগুলোতেই কমেন্ট করতে মন্চায়... আজ পর্যন্ত কোথাও দেখলাম না ভালো কোন সমাধান দিতে... এক লোকের জিপিআরএস প্রব্লেম... সমাধান দেয়া হল ডাইরেক্ট মাস্টার রিসেট দেন, তারপর দোকানে নিয়ে যান...ব্যাস শেষ... কি আজিব... ধইরা থাপড়াইতে মন্চায়। এক লোকের গ্রাব লোডার চলে গেসে...সে নাদান বুঝে নাই, তাকে এমন এক সল্যুশন দেয়া হল, যার আল্টিমেট রেজাল্ট গিয়ে দাড়ায় উবুন্টু পুরা ফেলে দিয়ে নতুন করে এক্সপি সেটাপ...যত্তসব...
ব্লগে লেখার সময় পাই না, প্রতিমুহুর্তে নতুন কিছু না কিছু শিখছি নেট থেকে... যতই আগাই, কেবলি মনে হয় আরো কত কিছু বাকী, এই জীবনে খানিকটা শিখতে পারবো তো? আর এই বিশেষ জ্ঞানী বালক(!) কিনা দুইনাম্বারি একটা কাজ করেই এত বিখ্যাত? কি লাভ হাসিন ভাইয়ের মত হয়ে? কি লাভ জেডসিই হয়ে? কি লাভ নতুন নতুন ইনোভেটিভ প্রজেক্ট লঞ্চ করে? আসেন, সবাই নেট থেকে চুরি করে বিখ্যাত হয়ে যাই...
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৭