আমি দীনহীন, কায়ক্লেশে কাটে দিন;
দিনেদিনে শুধু বাড়িয়ে চলছি ঋণ।
রক্ত-মাংশের শরীর চলে না সামনে,
চুম্বকের মতো পেছনেই শুধু টানে।
একটা পণই বারবার আসে মনে
দুর্গম পথটা পাড়ি দেব একদিন।
আদৌ কি পারব; এ কথাও ভাবি আর
আকাঙ্ক্ষারা জ্বলে পুড়ে হয় ছারখার।
ভয় এসে ভর করে বুকের ভেতর,
মনোবল ভাঙে; অচেনা লাগে ভূধর।
মিছে মনে হয় এই বাড়ি, এই ঘর
সামনে আমার যেন অকূল পাথার।
তবুও জাগ্রত থাকি তারা ভরা রাতে,
ভাবি, কেউ এসে হাতটা রাখুক হাতে।
এই অন্ধজনে দেখাক নতুন দিশা,
দূর হয়ে যাক যত ঘোর অমানিশা।
মেটাক জন্মের যত দীনতা, পিপাসা;
নতুন সূচনা হোক তারই বরাতে।
১৪ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
মহাখালী, ঢাকা।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৯