চব্বিশ বসন্ত পার হয়ে পড়েছি যেই পঁচিশে,
হৃদয় আকাশে একদা হঠাৎ আবির্ভূত হল সে।
পূর্ণিমার চাঁদ বুঝি নেমে এল আমার দুয়ারে,
পূর্ণ আলোর প্রাচুর্যে চতুর্দিক ঝিকমিক করে।
তার আর কতই বা হবে, হয় বার কিংবা তের?
বয়সের ব্যবধান আমাদের বেশ বড়সড়।
তাতে কী, মনটা যদি ঠিক থাকে সবই সম্ভব;
বেঁচে থাকাই আসল- তুচ্ছ সংসারের আর সব।
আলোড়িত হওয়ায় সব বেমালুম ভুলে যাই,
তার কাছে যাওয়া ছাড়া বিকল্প বুঝি কিছু নাই।
দুষ্টলোক গালগল্পে কত কথা বলে, আসে কানে;
দিবারাত্রি জর্জরিত হই দুঃখ-দুর্দশার বাণে।
নিশুতি রাতে পথের ধারে ঝরে পড়ে যত ফুল,
আমায় ভাবায় তারা- ধরিয়ে দেয় কোথায় ভুল!
সেও তখন এড়িয়ে চলে, বিভ্রান্ত আমার চোখ;
হতে পারব না আমি কি তার অন্তঃপুরের লোক?
সম্বিত ফিরে পেয়েই বসি একমনে সাধনায়,
ভুল সময়ে নেড়েছিলাম কড়া ভুল দরজায়।
১৪ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৭