কর্মস্থলে যাওয়ার পথে প্রতিদিন
মোটাতাজা একটা কুকুর চোখে পড়ে,
সে ঘুমিয়ে থাকে রাস্তাতেই চিন্তাহীন;
বেঘোরে ঘুমায় পথে সারাদিন ধরে।
তার কি লাগে না খিদে মানুষের মত?
একটুখানি আশ্রয়, নিরাপদ ঘর?
মাঝেমাঝে সে-ও কি হয় না আশাহত
পাষাণ যখন চড়াও তার ওপর?
আসা-যাওয়ার পথে বারবার থামি,
ফিরে ফিরে দেখি তার নিদ্রাচ্ছন্ন মুখ;
কী মায়ায় মোহাবিষ্ট হয়ে পড়ি আমি-
যখনই এসে পড়ে সূর্যের আলোক।
ক্ষুধার্তরা অপরেরে যদি খেতে দেখে
তারও কি আসে মনে স্বর্গীয় প্রশান্তি?
দুঃসময়ে আনন্দের জলছবি এঁকে
পথহারা পথিক কি ভুলে ভুল-ভ্রান্তি?
বহুদিন গত হলো, ঘুম নেই চোখে;
খিদে-পিপাসায় কঙ্কালসার শরীর,
কারো প্রতিক্ষায় জমেছে পাথর বুকে-
দীপ্তিময় ভাবনারা হয়েছে স্থবির।
২৪ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫