শরীরে দাঁনা বেঁধেছে বাহারী অসুখ,
প্রতিনিয়ত ভুগছি; মনে নেই সুখ!
চলতে ফিরতে ব্যথা, মাথাখানা ঘোরে;
সে আমায় অহর্নিশ বাঁধে প্রীতিডোরে।
কচলাই চক্ষু; হয়ে গেছে লালে লাল,
এলার্জিতে ক্লান্ত; কাতরাই আজকাল!
পেটের পীড়ায় খাওয়া-দাওয়া সাঙ্গ,
"কী আশায় যাদু এ ঘর-সংসার মাঙ্গ!"
এমন এক অতিথি বারংবার আসে,
না চাইলেও দাঁড়ানো শিয়রের পাশে।
আমায় শোনায় কোন বিরহের গীত,
বিভ্রান্তিতে হারিয়েছি জ্ঞান হিতাহিত।
"নির্লজ্জ অতিথি, নে রে এবার বিদায়;
তোদের উপস্থিতিতে পিত্তি জ্বলে যায়!"
৩০ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫