কোন সে প্রত্যুষে এসে দিয়েছিলো দেখা,
দিনক্ষণ কোনকিছু নেই তো স্মরণে;
নিশ্ছিদ্র লাগামহীন ভাবনার রেখা
কতো কথা ভেবে যাই শয়নে স্বপনে ।
স্বপ্নগাঁথা সব তার কাছেই যে শেখা,
আপনাকে বিলিয়েছি তার শ্রীচরণে;
তাকে নিয়ে কত ছবি আঁকা, পদ্য লেখা,
গাওয়া কতো যে গান হৃদয় হরণে-
তার আর পর নেই; সতত হৃদয়
উতলা আমার যেন পাহাড়ের মতো
একা একা আকাশের সাথে কথা কয়
লুকিয়ে গোপনে আপনার দুঃখ যতো ।
তারপর সন্ধ্যা নামে বিষণ্ণ ছায়ায়,
কার অবয়ব চোখে ঢেউ খেলে যায়!
২৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২২