বন্ধুর সাথে হলে ঘুমিয়েছিলাম। ঘুমোতে ঘুমোতে রাত সাড়ে তিনটার মত বেজে গিয়েছিল। ফজরের আজানের কিছুক্ষণ আগে ঘটল ঘটনাটা (ভূমিকম্প)। বিছানায়, সারা ঘরে কাঁপাকাঁপি শুরু হলো। ধড়ফড় করে বিছানা থেকে উঠে বসলাম, সাথে বন্ধুটিও। ঘটনা কী? আমি বুঝতে পারছিলাম না কিছু, বন্ধুটিও না। চুপচাপ বসেছিলাম। হঠাৎ বন্ধুটি বলে বসল, “ভূমিকম্প!” রুমে আর যারা ছিল খালি পায়েই দৌড়াদৌড়ি শুরু করল, তাদের দেখাদেখি আমিও (অবশ্যই খালি পায়ে)।
২
ঘরে ফিরে বন্ধুর সাথে আলাপ হচ্ছিল প্রসঙ্গটি নিয়ে। সে বলতে লাগল, “মানুষ যে পাপ করছে, পাপের ফলেই ভূমিকম্প হয়।” অনেকদিন আগে এক মৌলানা বলেছিলেন, “মেয়েরা জিন্স পরার কারণে ভূমিকম্প হয়।” আমরা কি এই ভূমিকম্প চেয়েছিলাম?
পুনশ্চঃ মেয়েদের জিন্সের প্যান্ট পরাই যদি ভূমিকম্পের কারণ হয়, তাহলে ১১ বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করার অপরাধে বহু আগেই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া উচিত।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৭