এইরকম পোস্টগুলো থেকে যায় চোখের অন্তরালে। আমরা মেতে উঠি যতোসব টার্শিয়ারী ব্যাপার নিয়ে। এই পোস্ট-সেই পোস্ট স্টিকি হয়, এমন আহাজারী জানানো পোস্টের কোন মূল্য নেই। যে দেশে মানুষেরই কোন মূল্য নেই, সেখানে সেই মানুষের কথা বলা এটা একটা নিতান্তই নগণ্য পোস্ট। তার চাইতে আসুন গান শুনি, আধা বাংলায়, আধা ইংরেজীতে ক্লাউনের ঢঙ্গে কথা বলা কিছু জোকারের কথা শোনার আমন্ত্রন জানিয়ে পোস্ট স্টিকি হয়, অমুক পানীয়ের বিজ্ঞাপন হয়, মানবতা এখানে বিপন্ন। কার শালার কি, ছোট 'জেবি' পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলে? আমাদের চাই ব্যাবসা, আমাদের চাই লাভ, আমাদের চাই খ্যাতি!
আপাতত খ্যাতির মায়রে বাপ। এক রত্তি জেবি কিংবা তার পরিবারের কারো জায়গায় নিজেকে কল্পনা করুন। দেখুন তো বুকের বা দিকটা একটু ধুক করে ওঠে কিনা!
সামহোয়্যারের আয়োজকদের বলবো, আরেকটা বার দাঁড়ান। মানবতার পাশে আপনার উপস্থিতি জানান দিন। জেবিকে বাঁচতে দিন। এইটুকু না করতে পারলে নিজের নামের পরে মানুষ টাইটেলটা আর লাগাবেন না। আজ থেকে না হয়, না-মানুষ হয়েই বাকিটা জীবন কাটিয়ে দিলেন।
ডাজ ইট রিয়েলী ম্যাটার টু ইউ?
এই পোস্টটার মতো আমার পোস্টটাও হয়তো আপনাদের সবার দৃষ্টি এড়িয়ে যাবে। এটাই হয়তো আপনাদের তথাকথিত সভ্যতা আর বাস্তবতা।