প্রথমত অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের মতো ক্রিকেটারদেরকেও সরকারী কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সরকারী বেতন কাঠামো প্রদান করতে হবে।
এ-ক্যাটাগরী খেলোয়ারদের জন্য-
- ১১,০০০/- টাকা বেসিক এর বেতন কাঠামো প্রদান করতে হবে যা কি না বিসিএসধারীদের প্রবেশকালীন বেতন কাঠামো।
- এই বেতন কাঠামো অনুযায়ী ৬০% বাড়ি ভাড়া, ৭০০ টাকা মেডিক্যাল দিতে হবে। এবং অবশ্যই প্রতিবছরের ৪৯০/- টাকা ইনক্রিমেন্ট সময়মত দিতে হবে।
- এই বেতন কাঠামো অনুযায়ী মুল বেতন বা বেসিক বেতনের সমপরিমাণ দুইটি ঈদ বোনাস প্রদান করতে হবে।
- পাশাপাশি যতদিন তিনি এই কাঠামো অনুযায়ী বেতন পাবেন ততদিন বেসিকের ১০% এর সমমান টাকা কেটে রেখে পরবর্তীতে পেনশন সুবিধা দিতে হবে।
বি-ক্যাটাগরী খেলোয়ারদের জন্য-
- ৮,০০০/- টাকা বেসিক এর বেতন কাঠামো প্রদান করতে হবে যা কি না সরকারী প্রতিষ্ঠানে একজন জুনিয়র কর্মকর্তার প্রবেশকালীন বেতন কাঠামো।
- এই বেতন কাঠামো অনুযায়ী ৬০% বাড়ি ভাড়া, ৭০০ টাকা মেডিক্যাল দিতে হবে। এবং অবশ্যই প্রতিবছরের ৪৩০/- টাকা ইনক্রিমেন্ট সময়মত দিতে হবে।
- এই বেতন কাঠামো অনুযায়ী মুল বেতন বা বেসিক বেতনের সমপরিমাণ দুইটি ঈদ বোনাস প্রদান করতে হবে।
- পাশাপাশি যতদিন তিনি এই কাঠামো অনুযায়ী বেতন পাবেন ততদিন বেসিকের ১০% এর সমমান টাকা কেটে রেখে পরবর্তীতে পেনশন সুবিধা দিতে হবে।
একই ভাবে সি কিংবা ডি ক্যাটাগরী বানানো যেতে পারে।
অন্যান্য বিশেষ সুযোগ সুবিধাদি:
যেহেতু তারা দেশের জন্য এবং দেশের জনগণের বিনোদনের স্বার্থে অনেক বড় কিছু করছে কাজেই তাদের জন্য অবশ্যই বিশেষ সুবিধাদি থাকা উচিত এবং সেটা তাদের খেলার সাথেই সম্পৃক্ত।
- প্রতিটি রানের জন্য প্রত্যেকে পাবেন ১,০০০/- টাকা। তবে এক্ষেত্রে প্রতিটি হাফ সেঞ্চুরীর জন্য অতিরিক্ত ২০,০০০/- টাকা এবং সেঞ্চুরীর জন্য ৩০,০০০/- টাকা বোনাস পাবেন। অর্থাৎ ৪৯ রানের জন্য ৪৯,০০০/- টাকা হলেও ৫০ রানের জন্য ৭০,০০০/- (৫০,০০০+২০,০০০) টাকা পাবেন।
- নট আউট থাকার জন্য ব্যাটসম্যান পাবেন ১০,০০০/- টাকা।
- প্রতিটি রান আউট জন্য পাবেন ৫,০০০/- টাকা। এক্ষেত্রে ২ জন্য মিলে রান আউট করলে ২,৫০০/- করে ভাগ করে নিতে হবে।
- প্রতিটি ক্যাচের জন্য পাবেন ৫,০০০/- টাকা।
- প্রতিটি উইকেটের জন্য বোলার পাবেন ১০,০০০/- টাকা।
- প্রতিপক্ষের খেলোয়ারদের স্ল্যাজিং করে বিরক্ত করতে পারলে ৫,০০০/- টাকা।
বিশেষ কর্তন ব্যবস্থা:
বিশেষ সুযোগ সুবিধা যেমন দেয়া হবে তেমনি বিশেষ কর্তন ব্যবস্থাও থাকা উচিত।
- প্রতিটি ক্যাচ মিসের জন্য ৩,০০০/- জরিমানা।
- প্রতিটি রান আউটের জন্য ৩,০০০/- জরিমানা। তবে দুইজন মিলে রান আউট মিস করলে প্রত্যেককে ৩,০০০/- টাকা করে পৃথক জরিমানা অর্থাৎ মোট ৬,০০০/- টাকা জরিমানা করা হবে।
- ব্যাটস ম্যান রান আউট হলে যিনি রান আউট হবেন তার জরিমানা ২,০০০/- টাকা।
এরকম আরো কিছু কিছু প্রস্তাবনা আছে, প্রিয় পাঠক আপনাদের সমর্থনেই সকল কিছুর মূল
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৪