বই: ভূতের গডফাদার
লেখক: হুমায়ূন আনিচ
বইয়ের ধরণ: থ্রিলার
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: কাভারে র্যাবের মত পাবলিকের ছায়া পড়েছে। তাছাড়া তথ্যগত ভুল রয়েছে- র্যাব কি ভূতের গডফাদার নাকি? ছাগল।
বই: নেই হুমায়ূন আছে তৈলের বর্ধিত মূল্য
লেখক: ড. এ এক্স সামসু
বইয়ের ধরণ: অর্থ ও বাণিজ্য
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: বইয়ের কাভারে ‘টেপ’ ফিতা দেখা যাচ্ছে। কী পরিমান বলদ হলে ‘টেপ’ ফিতা দিয়ে তৈলের বর্ধিত মূল্য নির্ধারণ করার চেষ্টা করে।
বই: জীবন একটা বাঁশবাগান
লেখক: হুমায়রা বিনতে হুছনা হুমায়ূন
বইয়ের ধরণ: আত্মোপলব্দীমূলক
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: হাতের লেখা খারাপ। (ছাপা বইয়ে হাতের লেখা ব্যবহার করা হয়েছিল)
বই: নতুন মায়ান ক্যালেন্ডারে হুমায়ূন দিবস!
লেখক: ড. হাসনাত লাল মিয়া
বইয়ের ধরণ: সভ্যতা ও সংস্কৃতি
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: ‘মাল’ টেনে বই লিখা যায় কিন্তু মায়ান ক্যালেন্ডার দেখে ভবিষ্যত ভাবা যায় নারে পাগলা!
বই: হুমায়ূন স্যারের সূত্রগুলো
লেখক: চঞ্চল চপল চান্দু
বইয়ের ধরণ: সায়েন্স ফিকশান
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: তিনজনে মিলে বই লিখেছে তারপরও বানান ভুলের অভাব নাই! আগে বানান শিখে আসার পরামর্শ দেয়া হল।
বই: হুমায়ূন, হবে নাকি এক কাপ লেবু চা?
লেখক: পাপিয়া সুলতানা
বইয়ের ধরণ: কবিতা
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: বইয়ে শিরোনামের সাথে সংগতিপূর্ণ কোন কবিতা নাই। আর এটা কি কবিতার বই না গজলের বই লিখেছেন?
বই: হুমায়ূনের প্রয়াণ ও ফটকাদের বাজার
লেখক: আলী কাদরী ভৈরবী
বইয়ের ধরণ: শেয়ারবাজার বিষয়ক
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: আমি নিজে শেয়ার ব্যবসার সাথে জড়িত। আমাদের ফটকা মনে হয়? যাও, বই কালো তালিকাভুক্ত করলাম, ব্যাটা ফাজিল।
বই: হুমায়ূনের শার্টের বোতাম
লেখক: মোখলেস মাদারীপুরী
বইয়ের ধরণ: গল্প
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: গল্পের আকার ছোট। বিশ পৃষ্ঠা গল্প লিখে বইয়ের দাম রেখেছেন একশ টাকা। পাঠকের টাকা কি গাছে ধরে? গল্পের সাইজ তিনশ পৃষ্ঠার করতে হবে।
বই: হুমায়ূন, আমি আর কৈ মাছের ঝোল
লেখক: আবুল হক মিলন
বইয়ের ধরণ: স্মৃতিচারণমূলক
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: লিখেছেন স্মৃতিচারণমূলক বই আর শৈশবের কথা মনে নেই, খালি মনে আছে হুমায়ূন আহমেদের সাথে কৈ মাছে ঝোল দিয়ে ভাত খাওয়ার কথা- না? খালি এইটাই মনে থাকে?
বই: হুমায়ূনের খপ্পরে ডোরেমন
লেখক: শ্রী মদন কুমার সদন
বইয়ের ধরণ: কমিকস
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: ডোরেমন, বেনটেন হবে না। পারলে হুমায়ূনের কোলে মীনা-রাজু লিখেন।
বই: হুমায়ূনের তালা আমার চাবি
লেখক: অন্ধকার জীবন খন্দকার
বইয়ের ধরণ: উপন্যাস
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: লেখার মান অত্যধিক খারাপ। উপন্যাস পড়ে আপনার ওপর মেজাজটা যে কী পরিমাণ খারাপ হয়েছিল, আর নাই বললাম। টাকা দিয়ে কিনে পাবলিক তো আপনাকে পেলে থাপড়ায়ে মারবে। নিরাপত্তাজনিত কারনে বই বাজেয়াপ্ত।
বই: ফেসবুকে হিমু
লেখক: অনন্ত সওদাগর
বইয়ের ধরণ: রহস্য গল্প
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: ফেসবুকে হিমুর কোন আইডি নেই। যেগুলো আছে ওগুলো ভূয়া। ফেইক আইডি চালিয়ে দেয়া এত সহজ না।
বই: হুমায়ূনের লাগানো নুহাশ পল্লীর গাছেরা
লেখক: অতুল বাবারে ধর
বইয়ের ধরণ: পরিবেশ
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: আপনি বইয়ে যেসব গাছের কথা লিখছেন সেগুলোর অধিকাংশই নুহাশ পল্লীতে নাই।
বই: আছি সহি ভোদাইয়ের সংসারে
লেখক: জনাব এরশাদুল হুমায়ন (পিএসপি এরাবিয়ান ফিস)
বইয়ের ধরণ: রাজনীতি
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: রাজনীতিবিদদের নিয়ে বহুত গালাগালি করলেন, এই দেশের রানীতিবিদদের আপনার ভোদাই মনে হয়? আর ইউ পম গানা?
বই: হুমায়ূন আহমেদ-এর অপ্রকাশিত সাক্ষাৎকার: আধো না পুরোটাই স্বপ্নে
লেখক: প্রথম আলো ফিচারিং মানবজমিন
বইয়ের ধরণ: সাক্ষাৎকার
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: ভূয়া বই। এইসব বাদ দিয়ে খোয়াবনামা লিখেন।
বই: 4 জি হুমায়ূন
লেখক: আবদউল বাশার জাব্বার
বইয়ের ধরণ: তথ্য ও প্রযুক্তি
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: দেশে এখোনো ফোর জি চালু হয় নাই। তথ্যগত ভুলেভরা বই।
বই: মালালা কি হুমায়ূনকে চেনে?
লেখক: আশরাফ চৌধুরী (মওদুদি)
বইয়ের ধরণ: বিশ্ব রাজনীতি ও নারী
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: মালালা হুমায়ূনকে চেনে কি-না সেটার সমাধান ও উত্তর বইয়ে নেই। তারমানে আপনি কিছু জানেন না। আগে নিজে জাইনা নেন পরে পাবলিককে জানাবেন।
বই: মেয়েটির নাম হুমায়ূন হলো যেভাবে
লেখক: ফরিদুর রেজা মাখন
বইয়ের ধরণ: গল্প
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: গল্পে শেষমেষ মেয়েটির নাম হুমায়ূন হলো সেটা ঠিকাছে কিন্তু ভোটার আইডিকার্ডে তো আগের নামটাই থেকে গেল, তাই না? এইসব গোজামিল দিলে তো হবে না।
বই: হুমায়ূন আর আমার দ্বিমত
লেখক: য়ানিস হাজারী য়াক্কআস, কাউন্সিলর পদপ্রার্থী
বইয়ের ধরণ: দর্শন
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: আপনি কাউন্সিলর পদপ্রার্থী না চৌকিদার পদপ্রার্থী সেটা তো পাঠকের জানার দরকার নাই। নামের সাথে এইসব দেয়া নিষেধ আছে।
বই: হুমায়ূন স্যার, শরীরটা ভালো?
লেখক: ডা. আবুল হাসান
বইয়ের ধরণ: চিকিৎসা ও স্বাস্থ্য
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: খোঁজ নিয়ে জানলাম, মুগদাপাড়ায় এক চিপায় ফার্মাসীতে ঔষধ বিক্রি করেন আর নামের আগের দিয়া দিছেন ডাক্তার! চাপা মারার জন্য বই বাজেয়াপ্ত।
বই: নির্দলীয় তত্ত্বাবধায় সরকার ও হুমায়ূনের দাঁত ব্যথা
লেখক: মো. পটকা হাবলু
বইয়ের ধরণ: রাষ্ট্র ও সমাজ গবেষণাধর্মী
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: নির্দলীয় তত্ত্বাবধায় সরকারের জন্য যেসব ফর্মূলা দিয়েছেন এগুলো মূলা মার্কা ফর্মূলা। যাদের দাঁত ব্যথা তারাই নির্দলীয় তত্ত্বাবধায় সরকারে সদস্য হবে এমন মূলা মার্কা থিউরি রাজনীতিবিদরা জানতে পারলে আপনাকে মূলা খাইয়ে ছাড়বে! নিরাপত্তাজনিত কারণে বই বাজেয়াপ্ত।
বই: তারা তিনজন
লেখক: মেজর জেনারেল ক্যাপ্টেন লষ্কর
বইয়ের ধরণ: রম্য
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: রম্য গল্প লিখেছেন না রাগ গল্প লিখেছেন? রাগে তো আপনাকে ধরে থাপড়াতে ইচ্ছে করছে। আপনার নিরাপত্তাজনিত কারণে বই বাজেয়াপ্ত।
বই: আমেরিকা মহাদেশে হুমায়ূন বন্দনা
লেখক: শেখ নাজিমুদ্দিন পাপন
বইয়ের ধরণ: ভ্রমণ
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: বইয়ে লিখেছেন অপেরা হাউসের কাছে হুমায়ূন আহমেদ আর আপনি নাকি ঝালমুড়ি খেয়েছেন। আমেরিকা গিয়ে আপনি অপেরা হাউসটা পেলেন কোথায়? ইয়ার্কি হচ্ছে? জীবনে আমেরিকা গেছেন? তথ্যগত ভুলের কারণে বই বাজেয়াপ্ত।
বই: হুমায়ূন লেখে ইভা গান গায় আমি টুইট করি
লেখক: তস্লিমা নাচরিন
বইয়ের ধরণ: ত্যেনাপ্যাচানি ও ক্যাচালধর্মী
কমিটি জানালেন বাজেয়াপ্ত হওয়ার কারণ: সুইট, টুইট টুইটারে করতে হয়। পরসমাচার এই যে, বইয়ের আগামাথা কিছুই পাইলাম না। কই থেইকা শুরু করলেন আর কোথায় শেষ করলেন কিছুই বোধগম্য হইল না, শুধু ‘মেশিন চলবে’ ব্যাপারটা ধরতে পেরেছি। যৌন সুড়সুড়িমার্কা কথামালার জন্য বই বাজেয়াপ্ত।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২