মালালাপুর কালজয়ী ফটো (এক বছরের পুরান ফটো কালজয়ী ক্যামনে হইল? এমন প্যাঁচ ধরা যাবে না)
মালালাপু টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে, বিরাট ব্যাপার
মিডডে-তেও মালালাপুর ছবি ছাপা হয়
এছাড়াও কত পেপার, ম্যাগাজিনে মালালাপুর ছবি ছাপা হইছে, সবই হিট। নাইবা কইলাম
বিদেশি মিডিয়ায় মালালাপু এই ছবি দিয়া প্রথম দিকে চেহারা চিনান
তারপর সবাই তিনার ব্যাপারে খোঁজ খবর নিবার শুরু করেন। মিডিয়া জানতে চায়, আপনি কি-ডা গো?
মালালাপু কন- আমি লিখাপড়া করি
মালালাপু আরও কন- আমি স্কুলে যাই
মালালাপু আরও কন- সন্ত্রাসীরা স্কুলে মেয়েদের যাইতে নিষেধ করিচে কিন্তু আমি ইহার বিরুদ্ধে ব্যাপক লেখালেখি করি
মালালাপু আরও কন- আমি সেমিনারে ওয়াজ-নসিহত করি, ভালো ভালো কতা বলি
মালালাপু আরও কন- আমার পরিবার আমারে কয়, আগায়া যাও। ভালা কাম করতাছো
মালালাপু আরও কন- আমি কাম চালায়া যাই
মালালাপু আরও কন- কাম চালায়া যাবার জন্য আমারে প্রায়ই পুরষ্কার দেয়া শুরু হইল। পাবলিক তো বুঝেনই, তেল মাথায় তৈল দিবার ভালোবাসে।
মালালাপু আরও কন- পাবলিকে দিলে আমার কী? আমি আমার মতই থাকি। বাসায় থাকি
মালালাপু আরও কন- বাসায় সময় পেলে টিভি দেখি
মালালাপু আরও কন- খালি রিমোটের ছবি দেইখা ভাইবেন না বাসায় টিভি নাই। টিভির মত কম্পুটার আছে
মালালাপু আরও কন- সারাদিন যে বাসায় থাকি তাও না। সময় পাইলে আমি বাইরেও ঘুরতে যাই
মালালাপু আরও কন- বাইরে মজা করি। আমার একটা ক্যামেরা আছে। ওইটা দিয়া ছবি তুলি
মালালাপু আরও কন- ছবি তুইলা মজা লাগলে হাসি
মালালাপু আরও কন- মজা না লাগলে হাসি না। কড়া হইয়া থাকি
মালালাপু আরও কন- তবে কড়া হইয়া থাকতে আমার ভালো লাগে না। হাসতেই ভালো লাগে
মালালাপু আরও কন- আমি আসলে সাদাসিধা। আমার ড্রেসআপও সাধারণ। ব্লগে ইদানিং খালি ক্যাচাল বাঝে, মাইয়ারা কেমুন ড্রেস পড়ব। ক্যাচাল করার এক ফাঁকে আমার ড্রেসআপ দেইখা লন।
মালালাপু আরও কন- লন আরেকটা ছবি দেখেন
মালালাপু আরও কন- তবে কি জানেন যারা খারাপ তারা খারাপই। আমার জামাকাপড়ে ভালা-খারাপ কী করব? তারা আমার নারী শিক্ষা আন্দোলনেও বাগড়া দেয়। (নোট: মালালা ইস্যুতে ব্যাপক জনপ্রিয় ক্যারিকেচার)
মালালাপু আরও কন- সন্ত্রাসীরা হাচা হাচাই আমার মাথায় গুলি করে।
মালালাপু আরও কন- হাসপাতালে কঠিন সময় কাটে। চিকিৎসা চলাকালীন আমার এই ফটো দেইখা চুলকানিয়ালারা হাউকাউ বাঁধায়া দেয় কারণ গুলিবিদ্ধ হওয়ার পর তোলা ছবিগুলোতে বাম চোখের ওপর ব্যান্ডেজ, কাটা ছিল বলে দেখা যায়। হাসপাতালের বেডে বাম চোখের ওপর তো দূরের কথা ডান-বাম-কপাল জুইরাই কোন কাটা দাগের চিহৃ দেখা যায় নাই। কি কেলেংকারি!
মালালাপু আরও কন- এরই মইধ্যে এডাম ই ব্লেক না কোন আমেরিকানএজেন্টের লগে আমাগো ছবি প্রকাশ কইরা চানাচুর খবর বেইচ্যা খাইল কতজনে। কনচে কেমন লাগে?
মালালাপু আরও কন- যাউগ্গা। যে যাকয়, কউক। আমি হাসপাতালের চিকিৎসা শেষে ভালা হইছি, এটাই খুশ খবরি।
মালালাপু আরও কন- তয় ফাঁকতালে আমার কয়েকটা জটিল ছবি আঁকা হইছে বিনামূল্যে। (একটা ইমোকটিন দেই? কিচু মনে কইরেন না)
মালালাপু আরও কন- আরেকখান ছবি দেইখা লন। ছবি দেখায় মাইর নাই, বুঝচেন?
অবশেষে সংবাদিকা আপু কন- থাক। এলা থামি, সামুতে নাকি ছবি লোড নিতে দেরি হয়। তাছাড়া কবি কইচেন- থামলে ভালো লাগে। টা টা
ছবিগুলানের জন্য ছোট কইরা গুগলরে থ্যাঙ্কস
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২