জানিনা কেন যখনই খুব হতাশ হয়ে পরি তখনই এমন কিছু ঘটনার সম্মুখীন হই যে মনে হয় না সব শেষ হয়ে যায়নি.......এখনও হয়ত ঘুরে দাড়ানো যাবে ....।বাচানো যাবে আমার এই মূমূর্ষ দেশটিকে....
ঈদের পরের দিন ,আমার ভাইয়ের বাসায় যাবার কথা ,তার বাবুটিকে দেখব তাই অনেকদিন যাওয়া হয়না....। হাসপাতালে ডিউটি ছিল ভাবলাম ফেরার পথে যাই ।বাবুর জন্য খেলনা কিনবো ভাবে একটা সি এন জি নিয়ে একটা সনামধন্য দোকানে আসলাম । ঈদের পরের দিন বেশীর ভাগ দোকান বন্ধ তবুও রাস্তায় ভীড়ের কমতি নেই।কি মনে করে দোকানে নেমে সি এন জি ওয়ালা কে বললাম একটু দাড়াবেন আমি ফিরছি আপনাকে নিয়েই যাবো উনি রাজী হলেন বললেন সামনে দাড়াচ্ছি আপনে আসেন। ...।দোকানে গিয়ে খেলনা পছন্দ করে দাম দিতে যাবো ........।পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই।কয়েকটা নোট হাতে উঠে এলো।সব পকেট দেখলাম ..।মোবাইল নেই..... আমার স্পস্ট মনে আছে হাসপাতাল থেকে কথা বলতে বলতে বেড়িয়ে সি এন জি তে উঠেছি..।গেল কই....এক দৌড়ে এলাম সি এন জি র কাছে ..বললাম গেট খুলেন আমার জিনিস আছে ভিতরে ..বলে কি জিনিস? আমি বললাম ভাই আমার মোবাইল....দেখি সি এন জি ওয়ালার হাতে.....বললো আপনি নেমে যাবার সময় পকেট থেকে পরে গেছে খেয়াল করেন নাই । আমি উঠায়ে রাখসি .......নেন। আমি অভিভূত হয়ে গেলাম ।পুরোপুরি বাকরুদ্ধ।মানুষের মহানুভতার মুখোমুখি হবার সৌভাগ্য আমার খুব বেশী হয়নি । আজকে হঠাৎ করেই হলো........।আবার দোকানে গিয়ে খেলনা নিয়ে এসে সি এন জি তে আসলাম ।ফেরার সময় ভাবছি সি এন জি ওয়ালাদের উপর আমার কতই না রাগ ছিলো ..বেশী টাকা নেন ,যেতে চায়না, আরও কত কি..হঠাৎ করেই সব সি এন জি ড্রাইভারদের সমস্ত দোষ ক্ষমা করে দিলাম.....আর সেই সি এন জি ওয়ালা কে অনেক অনেক ধন্যবাদ দিলাম সাথে কিছু টাকা বাড়িয়ে দিলাম বখশিশ হিসাবে ...সে সময় নিজেকে খুব ছোট লাগছিলো ..বার বার বললাম আমি খুশি হয়ে দিলাম .. আপনি নিলে আমার ভালো লাগবে.।যেন লোকটা মন ছোট না করে।দাড়িয়ে থেকে দেখলাম সি এন জি ড্রাইভারটা আমাকে সালাম দিয়ে চলে গেল......।খেয়াল করলাম মহানুভব এই মানুষটার নাম জানা হলোনা....কি জানি হয়ত এমনই হয় মহানুভব মানুষরা আড়ালেই রয়ে যান......।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৩