সামু হয়তো মনে করলো আমার এই নিক টি মাল্টি। আজ অবাধি আগ প্রযন্তু আমার কম্পিউটার না থাকাই কখনো ব্লগ লিখতে পারিনি।আজ থাকে দেড় বছর আগে আমার বাংলা এনাবল (symphony x110)মোবাইল দিয়ে এক দিন গুগলে কি যেন সার্চ দিতে গিয়ে সামুর খোঁজ পাই।বাংলা ব্লগ জগতে তখন আমি নতুন,পড়তে শুরু করলাম পোস্ট গুলো,এক টা সময় মন্তব কিংবা লিখতে উপলদ্বি করি, কিন্তু পড়া ছাড়া উপায় নাই।সম্বল বলতে ঐ ফোন টা, যা এখনো আছে। আর আজ কর্মক্ষেত্রে কপাল জোরে এক টা ল্যাপটপ পেলাম,কর্ম টা ভাল লাগে কিন্তু কর্মক্ষেত্রে টা না।জানি না কত দিন করবো।কিন্তু আমি আমার কাজ টা ভালবাসি।
যাক সেই কথা,কিছু দিন ফোনে ব্লগ পড়ার পরে আমার এক কাছের বন্ধুর পিচি থেকে এই অ্যাকাউন্ট টি ওপেন করি,সাথে তাকে ব্লগ সম্বন্ধে ধারনা এবং একটা নিক ওপেন করে দেয়ই।আর সেই নিক টা আজ সেফ।কিন্তু আমি পড়ে আছি সেই অচল পয়সার যুগে
, , ,থাকারও কারন আছে,আমি তো লেখার সুযোগ পাইনি।
তাই এডমিন দের কাছে আকুল আবেদন আমাকে সেফ ব্লগার করুন।আমি এই ব্লগের গত এক বছর সাত মাস এর কালের সাক্ষী।হইতো এই বার আমাকে সেফ না করে উপায় নেই

সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১২ রাত ১২:৩৮