নতুন সম্ভাবনা হাতে নিয়ে নতুনেরা আসে
নতুন আলোয় ভরে দেশ
যা কিছু ছিল অবশিষ্ট
জীর্ণ জরা দ্বেষ বিদ্বেষ;
নতুনের তাপে পুড়ে পুড়ে হয়ে যায় নিঃশেষ ।
.
যা কিছু ছিল ভুল অচল অপ্রতুল-নতুন এসেছে নতুন সংস্কার নিয়ে,
সব ভুল ভেঙ্গে দিয়ে ফোঁটাতে সঠিক ফুল ।
.
চৈত্রের চাতক ডাকবে না আর-
বলবে না কেঁদে কেঁদে
দে জল..... দে জল... ...
বৈশাখী মেঘ জমেছে আকাশে ঝরাবে বলে শান্তিসুধা'র জল ।
.
ধুয়ে মুছে যাবে সেই শুভ্রজলে যুগে যুগে আকাশ মাটি মন-কালের গর্ভে বিলীন হবে যত সব অসত্য অপপ্রচার আর অনাকাঙ্খিত অচলায়তন ।
.
সুখের সূর্য উঠবেই হেসে পূর্বাকাশে- হবেই হবে অবশেষে নতুন অঙ্কুরোদ্গম।
। **** ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৫২