একান্ত ব্যক্তিগত শখের বসে কেনা। খুব বেশী দরকার নেই তবে যেটা একবার মনে ধরে সেটা না করতে পারলে মনের ভিতর খুঁত খুঁত করতে থাকে। তাই ভাবলাম একটা কিনেই ফেলি। নেট ঘেটে দেখলাম সবি কিন্তু কোনটারই দাম তেমন দেখতে পারলাম না (কারণ দামের উপ্রেই কেনা)। তাই আপনাদের দ্বারস্ত হলাম। খুব সহজ ভাষায় বলছি তাই আপনারা খুব সহজ ভাষায় উত্তর দিবেন আশা রাখি।
বাজেট সর্বোচ্চ ৫০০০
সাদাকালো (আর এই বাজেটে হলে রঙ্গিন হলে সমস্যা নাই)
প্রিন্ট করবো হয়তো দিনে ১ পেজ বা ২ পেজ গড়ে, অনেকদিন নাও হতে পারে)
এই বাজেটে প্রিন্টারের সাথে স্ক্যানার থাকলে আরো ভালো


ড্রাম, কালি আরো হাবিজাবি যা যা লাগে সব এই ৫ এর মধ্যেই থাকতে হবে।
কোথায় কিনলে ভালো হবে সেটাও জানান প্লিজ?
আর কিছু বলার নাই।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯