আমার সবকটি প্রিয় কবিতা তোমাকে দিয়েছি,
আমার কাছে এখন আর কোন কবিতা নেই -
তাই তোমাকে ভেবে পার করেছি এই মূহুর্তগুলো ।
তুমি কি কখনও খুব কনকনে নদীতে পা ডুবিয়েছ,
অথবা দেখেছ খুব ভোরে কমলা সূর্যকে –
অথবা হেঁটেছ কি ভোরের শিশির ভেজা ঘাসে,
মাথায় সূর্য নিয়ে লম্বা মেঠো পথ হেঁটে খেয়েছ কখনও এক মুঠো ঠান্ডা পানি ?
হয়তবা বলবে সবই আমার কল্পনা,
তোমার চোখে যা যা দেখেছি আমি সবই –
তোমার ঠোটের কোনে একটুখানি হাসিটাও ।