একটা কবিতা লিখতে ইচ্ছে করে - জবরদস্ত, প্রতিবাদী ।
একটা গল্প লিখতে ইচ্ছে করে - ছোট্ট কিন্তু টাটকা ।
একটা গল্প লিখতে ইচ্ছে করে - একাত্তরের দেড়কোটি শরণার্থীদের নিয়ে ।
একটা গান গায়তে ইচ্ছে করে - ঝনঝনে, উত্তাল ।
একটা বাঁশি বাঁজাতে ইচ্ছে করে - গ্রামের মাঝিটির মত ।
একটা দৌড় দিতে ইচ্ছে করে - খোলা সবুজ মাঠে ।
একটা সমুদ্র দেখতে ইচ্ছে করে - গাঁঢ় নীল আর সাদা সাদা ফেনা ।
মানুষের কাজে আসতে ইচ্ছে করে - বড় কোনো নেতার মত ।
বড় কিছু করতে ইচ্ছে করে - ভাল কিছু, দামি কিছু ।
কিছু একটা করতে ইচ্ছে করে,
কিন্তু কিছুই করা হয়না - নপুংসকের মত ।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৯