somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টার সিনেপ্লেক্সে নতুন দুই হলিউড ব্লকবাস্টার ছবি

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একসঙ্গে দু’টি নতুন হলিউড ব্লকবাস্টার ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। একটি ম্যাট রিভস পরিচালিত সাইন্স ফিকশন ছবি ‘ডন অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’ এবং অন্যটি লুক বেসন পরিচালিত ‘লুসি’। আগামী ১৬ই আগস্ট, শনিবার ছবি দু’টি মুক্তি দিচ্ছে তারা।

‘ডন অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাইজ অব দ্যা প্ল্যানেট অব দ্য এপস’ ছবির সিক্যুয়াল ‘ডন অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’। মুক্তির আগেই ছবির ট্রেলার বেশ সাড়া ফেলেছিলো। ট্রেলারের সাফল্য দেখেই ধারণা করা গিয়েছিলো- ছবিটির ভাগ্য সুপ্রসন্ন। হয়েছেও তাই। ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের ছবিটি গত ১১ জুলাই ৩,৯৬৭ টি থিয়েটারে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দু'দিনেই আয় করে ফেলেছে ৩১.১ মিলিয়ন মার্কিন ডলার। সপ্তাহ জুড়ে আয় করে ৭৩ মিলিয়ন মার্কিন ডলার। এমন সাড়া পেয়ে দারুন খুশি টোয়েন্টি ফক্স সেঞ্চুরী। ইতোমধ্যে ছবিটির তৃতীয় কিস্তির ঘোষনা দিয়ে ফেলেছেন তারা। ২০১৬ সালে এর তৃতীয় কিস্তি মুক্তি পাবে।
অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষের বিরুদ্ধে সিজার ও তার বাহিনীর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রাইজ অব দ্য প্ল্যানেট এপস’। একদিকে প্রতিরোধ, অন্যদিকে আক্রমণের মধ্যে তৈরি হতে থাকে মানবিকতার গল্প। সিজারের রাগী চোখ, এপ বাহিনীর আক্রমন এবং তাদের জয়Ñ এ নিয়েই গড়াতে থাকে গল্প। এরই মধ্যে সমালোচকরা একে বছরের সেরা পপকর্ন ছবি হিসেবে আখ্যা দিয়েছেন। অভিনয়, গল্প ও নির্মাণ সবই সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। আগের কিস্তির বিশেষ কোনো অভিনেতা-অভিনেত্রী এই ছবিতে নেই। তবে রয়েছে এপ-দের বিদ্রোহের প্রধান পান্ডা সিজার চরিত্রটি। ছবিতে সিজার চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ডি সারকিস। ২০০১ সালে ‘লর্ড অব দ্য রিংস’ ছবির জনপ্রিয় চরিত্র ‘গোল্লুম’ ছিলেন তিনিই। ভাবছেন, মানুষ হয়ে তিনি কিভাবে শিম্পাঞ্জির রূপ ধারণ করলেন? এই সময়ে প্রযুক্তির কাছে অসম্ভব বলে কিছুই নেই। শুধু সারকিস নয়, আরও অনেকেই প্রযুক্তির সাহায্যে শিম্পাঞ্জি হয়েছেন। ছবিটির দৃশ্যধারণে ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরনের পোশাক। প্রযুক্তির পাল্লায় পড়ে সেই পোশাকই হয়ে গেছে লোমযুক্ত আবরণ। মাথায় ছিলো বিশেষ ধরনের হেলমেট ও মুখে ছিলো ছোট ছোট সাদা দাগ যেগুলোর সংমিশ্রণে ভিজ্যুয়াল এ্যাফেক্ট এর মাধ্যমে মানুষ থেকে পুরো পুরি শিম্পাঞ্জিতে রূপান্তর করা হয়েছে। ছবির বিভিন্ন দৃশ্যের সঙ্গে মিলিয়ে সর্বমোট ১৯ টি মিউজিক কম্পোজ করা হয়েছে। আর সবগুলোই কম্পোজ করেছেন মাইকেল জিয়াসিনো।

‘লুসি’
লুক বেসন পরিচালিত এ ছবিতে লুসি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী স্কারলেট জোহানসন। ২৫ জুলাই মুক্তিপ্রাপ্ত ছবিটি এরইমধ্যে দর্শকদের দারুন সাড়া পেয়েছে। লুসি এক ধরনের ড্রাগস নেন, যেটি তার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। তবে তার মানবিকতাবোধ কমিয়ে আনে। এ ছবিতে মরগান ফ্রিম্যান অভিনয় করছেন বিজ্ঞানী হিসেবে। তাইওয়ানের ছোট্ট এক শহর তাইপেই। লুসি ও তার মায়ের বাস সেখানে। খুব সাধারণ জীবনযাপন তাদের। কিন্তু সে সুখ খুব বেশিদিন সইল না তাদের কপালে। লুসির ওপর চোখে পড়ে সেখানকার মাফিয়া নেতার। লুসিকে তাদের সাথে কাজ করার প্রস্তাব দেয়া হয়। কাজটা খুবই সামান্য। তাদের সাথে ড্রাগ ডিলার হিসেবে কাজ করতে হবে। কারণ তার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাই সে খুব সহজেই পুলিশের চোখ এড়িয়ে কাজটা করতে পারবে। কিন্তু লুসি তাদের প্রস্তাবে রাজি হয় না। বড় অংকের টাকার লোভ সামলে সাধারণ জীবনেই থাকতে চায় সে। তবে পিছু ছাড়ে না মাফিয়ারা। এক পর্যায়ে তারা কিডন্যাপ করে লুসিকে। কিছুদিন তাদের কাছে আটকে রেখে ড্রাগ দেওয়া হয় তাকে। নতুন এই ড্রাগ মাত্রই বাজারে ছড়িয়েছে। ব্যাপারটা অনেকটা পরীক্ষামূলক। প্রতিক্রিয়া কি হয় সেটা কারোই জানা ছিল না।


প্রথম কয়েকদিন স্বাভাবিক থাকার পর শুরু হয় প্রতিক্রিয়া। নতুন এ ড্রাগ লুসিকে বেশ কিছু ক্ষমতা উপহার দেয়। এক কথায় তাকে সুপার হিউম্যান বানিয়ে দেয়। শক্তি, বুদ্ধি, দক্ষতা সব বেড়ে যায় বহুগুণ। এরপর এই ড্রাগের সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়ার মিশন শুরু করে লুসি। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় ‘লুসি’র গল্প। অ্যানিমেশন আর স্পেশাল ইফেক্টের পাশাপাশি স্কারলেটের অনবদ্য অভিনয় ছবিটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। আর তাই মুক্তির পরপরই বক্স অফিস মাত করে ছবিটি।

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Dull Friday !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই এপ্রিল, ২০২৫ রাত ২:৩৭


ইদের ছুটি শেষ হতে চলেছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে যায়। আমার ক্ষেত্রে বরবার উলটো ঘটনা ঘটে। কুমিল্লা থেকে ঢাকায় এসেছি ঈদের ছুটিতে এবার।... ...বাকিটুকু পড়ুন

মিটিংয়ের জন্য কেন এত তোড়জোড়?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই এপ্রিল, ২০২৫ ভোর ৫:১২



অর্থাৎ চীনের সহায়তায় লালমনিরহাটের দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ার বেইস চালুর চেষ্টা, তিস্তা মহাপরিকল্পনা চীনকে নিয়ে বাস্তবায়নের পরিকল্পনা ও চীনে গিয়ে ডক্টর ইউনূসের সেভেন সিস্টার্স সম্পর্কিত বক্তব্য ভারতের ভালো লাগেনি।... ...বাকিটুকু পড়ুন

কানাডার প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা এবং বাংলাদেশে এর প্রতিফলন

লিখেছেন শ্রাবণধারা, ০৫ ই এপ্রিল, ২০২৫ ভোর ৬:১৮



গত বছরের মতো এবছর আর কানাডার প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানাননি। রোজার শুরুতেও “রামাদান করিম” শুভেচ্ছাবচনটি কেউ পাঠায়নি। আগে যখন ট্রুডো ঈদের ঠিক আগে আগে সরকারি দপ্তর থেকে কানাডার মুসলিম... ...বাকিটুকু পড়ুন

অকুতোভয় বাসচালক মো. সোহেলকে পুরষ্কৃত করা হোক

লিখেছেন নতুন নকিব, ০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৭

অকুতোভয় বাসচালক মো. সোহেলকে পুরষ্কৃত করা হোক

ছবিসহ মিনি পোস্টারটি এআই দিয়ে তৈরিকৃত।

থেঁতলানো চোয়াল, ভেঙ্গে গেছে দাঁত, রক্তাক্ত অবয়ব—তবু ৪০ কিমি বাস চালিয়ে যাত্রীদের বাঁচালেন! এই সাহসী চালকই বাংলাদেশের নায়ক... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর পর যা হবে!

লিখেছেন রাজীব নুর, ০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪২



বেহেশত বেশ বোরিং হওয়ার কথা।
হাজার হাজার বছর পার করা সমস্যা হয়ে দাঁড়াবে। দিনের পর দিন একই রুটিন। এরচেয়ে দোজক অন্য রকম। চ্যালেঞ্জ আছে। টেনশন আছে। ভয় আছে।... ...বাকিটুকু পড়ুন

×