একুশ কাহনে কিন্তু একুশের কবিতা নেই। একুশ জনে মিলে একটা বই হয়েছে... যার নাম 'একুশের খসড়া' প্রাথমিকভাবে ঠিক হলেও ফাইনালি সিদ্ধান্ত হয়েছে 'বহুমাত্রিক'। অনেক তাল-সুর-লয়, ছেড়া-কাটা, ফাটা-ফুটা মিলিয়ে এই বই। পড়লে নির্ঘাত ভালো নাও লাগতে পারে। আবার ১০০% ভালোও লাগতে পারে... তবে সেটা বলে আমি ওষুধ বিক্রির ক্যানভাসার হতে চাই না। আশা করি নিজ দায়িত্বে পড়ে প্রতিক্রিয়া করবেন...
বইয়ে যাই হোক আর না হোক, ১৭ ফেব্রুয়ারি ফাটাফাটি একখানা আড্ডা হয়ে গেল বইমেলায়। প্রথমে বইয়ের মোড়ক উন্মোচন দিয়ে শুরু... মোড়ক উন্মোচনে একটা নতুনত্ব ছিল বলতে হবে। কোনো কবি সাহিত্যিক ছিলেন না। ছিলেন সিনেমার পরিচালক। (কাজী হায়াত) কি শুনেছেন এমন কথা কুনুদিন যাক শিপু ভাইয়ের কান্ড.. আমি কিছু বলবার চাইনা।
মোড়ক উন্মোচনের পর শুরু হলো আড্ডাযজ্ঞ। ভেন্যু ছিল কালি মন্দিরের পাশের চটপটির দোকান। আমরা আরামে ফুচকা খেলাম আর আড্ডা দিলাম। যদিও শেষে কে বিল দিবে এই নিয়ে শিপু ভাইকে টেনশনিত হতে দেখলাম। যাক সে কথা
আড্ডায় উপস্থিতি বলে শেষ করছি..
০১. ছোট মির্জা
০২. শিপু ভাই
০৩. নিশাচর ভবঘুরে
০৪. ফ্রাঙ্কেস্টাইন
০৫. অপরিণীতা
০৬. শাহেদ খান
০৭. তির্থক আহসান রুবেল
০৮. নোমান নমি
০৯. চিকে নাজমুল
১০. পাভেল হক
১১. মিরাজ ইস
১২. মোঃ আরিফ রায়হান মাহি (গার্লফ্রেন্ড আসায় আড্ডায় থাকতে পারেননি)
১৩. আশরাফুল আলম দুর্জয়
আরো দুইজন আছে, নাম মনে করতে না পারায় দুখিত..
বইয়ের কিছু গুণগান শেষে না করলে খারাপ হয় ব্যাপারটা..
বইয়ের ফ্রাস্ট শ্লটের লেখা ও ভূমিকা অসাধারণ হয়েছে, যদিও জানিনা কে লিখেছে ওটা। আফাসার নামের কাউকে চিনি না, তবে উনি ব্লগ নিক দিলে আরো সুন্দর হতো... সাইরাস হেলাল মামার কবিতায় কিছু ভুল দেখলাম, অন্যদেরটাও আছে কিছু... তবে অন্যান্য বইয়ের তুলনায় এটাতে ভুল কম... কমা ও সম্বোধন বিহ্নের আগে যে স্পেস হয় এই বই থেকে প্রথম জানলাম...
কবিতায় বেষ্ট মার্ক বলা টা ঠিক হবে না, অনেকে রাগ করবে, তবে সবচেয়ে ফ্লপ যাবে আমার কবিতা। কারণ আমি কবিতায় নতুন... বাকি সবার কবিতাই দারুণ হয়েছে, না পড়লে আসলেই মিস করবেন...
পুরো কবিতা না হোক দুইটা কবিতা মিলিয়ে সবার প্রথম বই, তাই ভালো লাগাটা বলে শেষ করার মতো নয়।
যাক শুভ কামনা রইল সবকিছুতে...
বইটির জন্য বিশেষ ধইন্যা, জামিনদার, শিপু ভাই, সুপান্থ, মাহি, নোমান মনি, জিশান শা ইকরাম, অথৈ সাগর প্রমুখ...
যারা বইটি পেতে চান..
একুশে বইমেলায় ৪৯৩ নম্বর স্টল.
দোকানের নাম 'রকমারি ডটকম'