শফিকের আমদানিকৃত এই দিবস সম্পর্কে আমাগো মসজিদের ইমাম একটা কথা কইছিলো:
কোন ব্যক্তি একটা মসজিদ বা পাঠাগার বানাইছে। কেয়ামত পর্যন্ত ঐ মসজিদের বা পাঠাগার থাইকা যত লোকে আমল করবে সব কিছুর সোয়াব ঐ লোকে পাইব।
আর বাংলাদেশে ভালবাসা দিবসের আমদানী করছে যেই ব্যাটা সে পাইব ভালবাসা দিবস উপলক্ষে যত গুনাহ বাংলাদেশের লুকেরা করব।
এই কথা শুইনা শফিকের উপর মায়াই হইতাছে।
-----------
যাউগ্গা মাইনষের আলাপ। আমি আমার কথা কই। ভালবাসার এই দিনে ব্লগের সকল মেয়েকে ভালবাসা দিলাম। যার যেমন খুশী নিতে পার, কমতি নাই। পাইকারী দরে সারাদিন দিতাছি।
আর সকল পুলাদের কইতাছি, তুমরা কম্পুগরু/ব্লগারু/আইকমবাইকম থাইকা ভালবাসা নেও। আজকের দিনে আমি তুমাদের জন্য কিছুই দিতে পারতাছি না।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৫