কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায় না। এটাই বোধহয় মানুষ এবং কুকুরের মধ্যে প্রধান পার্থক্য.....
কিন্তু কুকুর যখন মানুষের শান্তি বিনষ্ট করে তখন তাকে মেরে ফেলাটাই উত্তম। কেননা সবকিছুরই একটা নিদিষ্ট সহ্যের সীমা আছে,....
বর্তমানে বাংলাদেশের অবস্থাও একই। যখনি বিএনপি ঘোষণা দিয়েছে সিটি নির্বাচনে অংশ নেয়ার তখনি আওয়ামী লীগের অবস্থা রাস্তার নেড়ি কুকুরের মতো হয়ে গিয়েছে। তারা এখন ঘেউ ঘেউ শুরু করেছে। তারা ভেবেছিলো বিএনপি নির্বাচনে অংশ নেবে না, এই সুযোগে তারা ফাকা মাঠে গোল দিবে।,,,,,,,,,,,,
কিন্তু তাদের সে আশায় গুড়েবালি দিয়ে বেগম জিয়া নির্বাচনী প্রচারণাও শুরু করেছিলো,,,,,,
আওয়ামী নেতারা বিভিন্ন বক্তব্য, সেমিনারে তাকে প্রহিহত করার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় গতকালকে বাধা দেয়া হয়েছিলো, কিন্তু তবু যখন উনাকে থামানো যাচ্ছে না তখনই হাসিনার উস্কানিতে আওয়ামী ক্যাডাররা নিলর্জ্জভাবে তার গাড়িবহরে হামলা চালায়,,,,,,,,,,
কিন্তু বন্দুকের নল দিয়ে কি আদর্শকে দাবিয়ে যায়???
পাকিস্থানীরা কি পেরেছিল আমাদেরকে দাবিয়ে রাখতে???