আজ পবিত্র হজ্ব দিবস । হজ্বের প্রধান রুকন আরাফার ময়দানে উপস্থিত হওয়া । নবী কারীম সাঃ বলেছেন , আরাফার ময়দানে উপস্থিত হওয়াটাই হল হজ্ব । আজ কিছুক্ষণ পরই শেষ হয়ে যাচ্ছে হজ্বের প্রধান রুকন । আল্লাহ যাদেরকে সামর্থ্য দেন তারাই কেবল হজ্ব পালন করতে পারে । অনেকে আছে যারা হজ্বে যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু এখনো তাদের হজ্বে যাওয়ার তাওফীক হয় নি । এখনো পর্যন্ত যাদের হজ্বে যাওয়ার সামর্থ্য হয়নি তাদের জন্য রয়েছে সহজে হজ্ব করার সুবর্ণ সুযোগ । আসুন আমরা দু একটি বিষয় জেনে নেই যার মাধ্যমে আমরাও সহজে হজ্ব করতে পারব । বা শরীক হতে পারব আরাফাবাসীর সঙ্গে ---
হাদীস শরীফে আছে , মায়ের মুখের দিকে সম্মান ও ভালোবাসার দৃষ্টিতে তাকালে একটি কবুল হজ্বের সওয়াব পাওয়া যায় । বিষয়টি অনেকের কাছেই সাধারণ মনে হতে পারে কিন্তু কোনক্রমেই বিষয়টি সাধারণ নয় । বিষয়টি বিশ্বাসে কারো যদি দুর্বলতা আসে তবে সেটি হবে তার ঈমানের দুর্বলতা । বরং একটু লক্ষ্য করলেই আপনি এ হাদীস থেকে বুঝতে পাবেন ইসলাম ধর্ম মায়ের সম্মানকে কতটুকু গুরুত্ব দিয়েছে ।
আরেকটি কাজ যেটি আমরা করতে পারি , হজ্বের দিনগুলোতে নিজেকে হজ্বের সেই তীর্থস্থানগুলোতে উপস্থিত মনে করতে পারি ।
ইসলাম ধর্মে এ ধরণের কল্পনারও বেশ ভালো গুরুত্ব রয়েছে । যেমন হাদীসে আছে , তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত কর যেন তুমি তাঁকে দেখছ ।
আল্লাহ আমাদের সবাইকে পবিত্র হজ্বব্রত পালনের তাওফীক দান করুন । আমীন ।