আমি অস্থির, অস্থির আমার জনপদ
ভীষণ ত্রাসে কাঁপছে আমার
চারপাশ, ঘুর্ণীর মতোন
আমাকে ঘিরে !
জন্মলগ্নের খেলায় মেতেছে
অবুঝ মতের মিল, খিল এটেছে
বদ্ধ ঘরে দাপিয়ে মরি একা
সময়ের চাপেই কাঁদছে সময়,
দেখেই আমি হাসি, আমার স্বপন
আর আকাশে, মেলছেনা আর পাখা
টকটকে লাল সূর্য্য এখন
একা আকাশে কাঁদে, বুকের ভেতর
স্বপ্নমালারা অস্থিরতায় ভুগে
টিপটিপ বর্ষায় ভেজার মতোন
চুইছে ঘামের শরীর_
থরথরো কাঁপছে, কাঁপে ধরিত্রী
অস্থির চারিধার !
সুখ অস্থির, দুঃখ অস্থির,
অস্থির কালো মেঘ_
ভালোবাসাও অস্থির আজকাল,
মুখ ভেংচালো কেউ_
খয়েরি ঠোঁটে, দু'এক লহমা
আমরা ছিলাম বসে
অস্থির ছিলো রাতের আকাশ
জনমের এলোমেলো !
অস্থির হয়ে চলছে পথিক, পায়ের পরে পা,
পদের পরে পদ ;
মেঠো ঝড়ে কাঁপছে একা
অস্থির জনপদ !
লিখন
মার্চ-২৮.২০১০