১.মন ভালো নেই

[ বুঝাইতে চাইলো তিনি দেশের রাজা/
... রানী, আমরা তার চামচা তাই এখন তার
মন খারাপ তাকে খুশ করতে হবে ]
২.কাল পরীক্ষা কিছু পড়ি নাই :/
[ সারাদিন চোখ-নাক অফ
কইরা পইরা একফাকে একটা স্ট্যাটাস
মাইরা গেলো যাতে রেসাল্ট
ভালো হলে ভাব
মাইরা বলতে পারেঃ আমি তহ কিছু
না পইরাই এই রেজাল্ট করসি আর
ফেসবুক স্ট্যাটাসটা হল সাক্ষী ]
৩.খুব লোডশেডিং হচ্ছে

[ মোবাইল দিয়া হইলেও
এটা সবাইকে জানানো কি খুব দরকার?
আপনার কি মনে হয় যাদের জানালেন
তারা আপনার বাসায় জেনারেটর এর
ব্যাবস্থা করে দিবে? না মোবাইল'এ
কারেন্ট পাঠাইয়া দিবে তারে? ]
৪.মোবাইল এ এক টাকাও নাই......কি যে করি? Miss u ♥ Jaan. :'(
[ এই স্ট্যাটাস দেওয়ার দুইটা কারণ
হইতে পারে।
একঃ বুঝাইলো তারও GF/BF আসে।
দুইঃ ফ্রেন্ড লিস্ট এর
কারো যদি দয়া হয়, আর
চামে যদি মোবাইল এ
ফ্লেক্সি পাইয়া যায়

৫.রাত এতোটা বাজে,এখনো ঘুমাই
নাই :-|
[ এখন আমাদের কি করতে হবে?
আন্নেরে ঘুম পাড়ানি গান
হুনাইতে হবে? ]
৬.কি স্ট্যাটাস দিবো?

[ দিয়াই তহ দিলেন!! আর বুঝাইয়া দিলেন
আপনের স্ট্যাটাস কি!!
মানে বুঝাইতে চাইলাম নিজে থেকে কিছু
লিখার মত যোগ্যতাও আপনের নাই ]
৭.উফ!!!!!! এতো ফ্রেন্ড রিকোয়েস্ট
আসে কেনো!!!!!???? :
[ ভাব দেখানের জায়গা পায় না তাই
ফেসবুকে আইছে, আর ভাব দেখানোর
অন্য কিছুই নাই তার কাছে তাই এই
স্ট্যাটাস দিয়াই না হয় ধরলো একটু ভাব,
মনে হয় ধইরা চড় মারি : ]
(সংগৃহীত)