ছোটখাট বিষয় নিয়ে ত্যানা প্যাচানো কি তুমার জন্ম গত অভ্যাস নাকি??সারা দিনে কয়বার ফোন দিলাম,,কয়বার তোমার খোজ নিলাম,,,আমি আগে I love you বললাম না,,,, এসব meaning less বিষয় নিয়ে ঝগড়া করার বয়স আমাদের নয়।
,
এমনিতেই সারা দিন কতো busy থাকি সেটা ত তুমি জানোই।তার উপরে মধ্যখানে সময় বের করে তুমায় ফোন দেই।অফিসের কাজ নিয়ে সাড়াটা দিন কি প্যারার মাঝেই না থাকি আমি।জানোই ত প্রাইভেট কোম্পানির জবে boss দের, সিনিয়রদের তেল মেরে চলতে হয়।যদি একটু fault পায় তাহলে সেটা boss এর কানে চলে যায়।
,
জানি তুমি একটু বেশি আবেগি,,,,,একটু বেশি অভিমানী। একদিন কথা না বললে রেগে টেগে তুমি একেবারে কাদো কাদো হয়ে যাও।আর কয়েকটা বছর সহ্য করে নাও।বিয়ের পর সারাটা রাত না হয় তুমার সাথে কথা বলে কাটাবো। দেখো, আমি যদি কাজে অমনোযোগী হই আর চাকরির কোন ক্ষতি হয় তাহলে সেটা আমাদের ভবিষ্যৎ এর জন্যই অমঙ্গলজনক হবে।
,
হয়তো ব্যাস্ততার কারনে অনেক সময় তুমাকে ফোন দিতে পারি না।তার মানে এই না,যে তুমার কথা আমার মনে হয় না,তুমাকে নিয়ে আমি ভাবি না।বিশ্বাস করো,,,,,অফিসে থাকাকালীন সময়ে যখনি তুমার কথা মনে হয়, তখনি,,,মোবাইলে থাকা তুমার ছবিগুলি দেখি।জানো,তুমার দুষ্টামি মাখা ছবি গুলো দেখে দেখে,,,,,তুমার সাথে একা একাই কথা বলি।
,
তুমি আসলে অনেএএককক ভালো এবং লক্ষি একটা মেয়ে।শুধু মাঝে মধ্যে উলটা পালটা করো আরকি।,,,,,,,
,
জানো,,,, মাঝেমাঝে আমি ইচ্ছে করে তুমায় রাগিয়ে দেই।আবার রাগ ভাঙাই। রাগ ভাঙানোর জন্যে তুমার সাথে যে আল্লাদি আল্লদি কথা বলি,,, সেই কথাগুলি না শুনার ভান করলেও মনে মনে টিকই শুনতে চাও।আর সেই জিনিশ টাই আমার খুব ভালো লাগে।
,
আচ্ছা তুমি যে আমায় এতোটা বিশ্বাস করো,,,,,তুমার কি মনে হয়না আমি তুমার সাথে প্রতারণা করতে পারি।মনে করো,,,,আমি হঠাৎ করে তুমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিলাম।মোবাইল নাম্বার চেইঞ্জ করে দিলাম।বা অন্য কারো সাথে রিলেশনে জড়িয়ে গেলাম।তখন তুমি কার সাথে কথা বলবে।না কি অন্য কারো সাথে রিলেশিনে জড়াবে??
,
,আরে আরে,,,,,,আমি মজা করছিলাম তো। এখানে কাদার কি হলো। ,,,, লক্ষি শুনা কাদে না।এই যে কানে ধরলাম এমন কথা আর কখনও বলবো না।,,,,,,,I swear.,,,,, আচ্ছা আচ্ছা এখন ফোন রাখি।মিটিং এর টাইম হয়ে গেছে।একটা উম্মা দিয়া দাও।,,,,,,,,আমিও একটা দেই,,,,,,উম্মম্
মম্মম্মমায়ায়ায়ায়া
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮