একই ছাদের নিচে কাটিয়েছি এতটা বছর অতচ মাঝে মাঝে সেই চেনা তুমিকেই বড্ড অচেনা মনে হয়।,,,,,,মুখ ফুটে সব কথাই তুমায় বলি,কিন্তু তারপরেও মনে হয় কিছুই যেনো হয়নি বলা।,,,,,আর মনে হওয়া সেই না বলা কথাগুলিই যেনো সারাদিন আমায় তাড়া করে বেড়ায়।,,,,,,,জানো তো,
,
" অচেনা মানুষগুলার কাছে নিজেকে চিনাতে না পারলে নিজের মধ্যে যে কষ্ট হয়,,,,তার চেয়ে হাজার গুন কষ্ট হয়,,,, নিজের চিরচেনা মানুষ গুলার কাছে যখন নিজেকে চিনাতে পারি না তখন।সবকিছুই আছে কিন্তু, তারপরেও মনে হয় কিচ্ছু একটা নেই।আর সেই কিচ্ছু একটাই নিজেকে দুমড়ে মুচরে শেষ করে দেয়"।
,
"চোখ দিয়ে পানি পরলেই তাকে আমরা কাদা বলি।কিন্তু চোখ দিয়ে পানি না ফেলে যে মানুষটা ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে ক্ষণেক্ষণে কাদে তার হৃদয়ের কষ্টকে আমরা একটুও অন্তর দিয়ে বুঝার চেষ্টা করি না"।
,
"চোখের মধ্যে পানির অনুপস্তিতে যে কান্না তার চেয়ে কষ্টের আর কিছুই বোধহয় নেই"।
,
বাহিরের কঠিন আমিকে,আমি বুঝানোর আগেই তুমি বুঝে ফেলো। কিন্তু ভিতরের শিশুসুলভ আমিকে শত চেষ্টা করেও তুমায় বুঝাতে পারি না।
,
বাহিরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে তাইনা।,,,,অহ!!!! তুমাকে এই কথা বলছি কেনো????তুমি তো আর আমার সাথে বৃষ্টি তে ভিজবে না।
,
এই,,,,শুনোনা,,,,,গতকাল রাতে তুমি যখন আমায় টাইট করে জড়িয়ে ধরেছিলে,,,,,,তখন বুকের মধ্যে আমি প্রচণ্ড ব্যাথা পাচ্ছিলাম।কিন্তু তারপরেও তুমায় কিছু বলি নি।,,,,,কেনো জানো????
তখন আমি তুমার বুকের হার্ট বিট শুনতে পাচ্ছিলাম।তুমার হার্ট বিট গুলো আমার হার্ট বিটের সাথে মিশে একাকার হচ্ছিলো। আমি চাই তুমি সবসময় আমায় ঐভাবেই জড়িয়ে ধরো।,,,,at least,,,,, তুমার হার্ট বিট গুলা অনূভব করার জন্যে হলেও।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০