
আর .হক কে দেয়ার জন্য চেক রেডি
পুরাই টাস্কি খেয়ে গেলাম । আমার ফোন নাম্বার নাকি ১০,০০০ ইউরোর জন্য নির্বাচিত হইয়াছে। কি মহান কর্ম সাধন করিলাম যাহার ফলে এই বিশাল পুরস্কার না চাহিবা মাত্র তাহারা দিতে বাধ্য হইলো??????? ইহা এক অতীত চিন্তার প্রশ্ন তৈরী করিয়াছে এ চিন্তিত বান্দার কাছে।
গতকাল দুপুর ২.৩৯ মিনিটে আমার সিম নাম্বার টু যাহার নাম্বার (০১৬৭৮******) এ কোন প্রকার পূর্ব ঘোষনা, পূর্ব পরীক্ষায় অংশগ্রহন , মেধা যাচাই ছাড়াই পুরস্কার লাভ করিবার ঘোষনা সম্বলিত ক্ষুদে বার্তার আগমন ঘটিল। শুধু মাত্র পুরষ্কার বলিলে পুরস্কারের অমর্যাদা হইলেও হইতেও পারে বলিয়া সন্দেহ করিতেছি। ইহা মানিবাগে ৭/৮ ধরিয়া ৩০০+ টাকা লইয়া ঘুরিয়া বেড়ানো আমার মতো ব্যক্তির জন্য সত্যিই মহা পুরস্কার।
ভাইব্রেশনযুক্ত মোবাইলের ইনবক্স খুলিয়া ক্ষুদে বার্তা দেখিয়া ......হুররে..... বলিয়া উসেইন বোল্টে মতো দুইহাত উপরে তুলিয়া চিক্কুর দেওয়ার সম্ভবনা তৈরী হইয়াছিলো কিন্তু কাওরান বাজারে জ্যামের মধ্যে মটর সাইকেলে তিনজনের মাঝখানে বসিয়া থাকায় উহা আর সম্ভব হইলো না।

টাকা গুছানো হচ্ছে
পুরষ্কারের ঘোষনাপ্রাপ্ত আমার ইনবক্সে জমা হওয়া ক্ষুদে বার্তাটি আপনার জন্য টাইপ করিয়া দিলুম.........................
Congratulation your number have been selected officially by our company and you won 10000 euro your code 0789 call this number 002392211728
Received:
02.39.51p.m
16.09.2012
sender:
(no name)
+2392211728
(অনুবাদের প্রতি এই বান্দার কিঞ্চিত দুর্বলতা রহিয়াছে বিধায় নিজ দায়িত্বে ইহার অনুবাদ করিয়া লইবার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রহিল।)
১০০ টাকার তিনখানা নোট মানে ৩০০ টাকা পকেটে লইয়া সপ্তাহ খানেক ঘুরিতে থাকা ব্যক্তির জন্য ১০০০০ ইউরোর ঘোষনা আসা মাত্র ইহা যে তাহার নিকট আকাশের চাঁদ মামাকে হাতে পাওয়ার মতো তা নিশ্চিয়ই বুঝিতে আপনাদের কিঞ্চিত অসুবিধাও হইবার কথা না।
সাথে সাথে হিসাব কষিবার চেষ্টা করিলাম কিন্তু আমার চুলওয়ালা মাথাটায় গুনফল করিতে ব্যর্থ হইয়া পিছনে বসা বন্ধুর কাছে শুনিলাম ইহাতে বাংলাদেশী টাকায় ১০৮.৫১*১০০০০= ১০,৮৫,১০০/= (দশ লক্ষ পঁচাশি হাজার একশত টাকা মাত্র)।
উহা শুনিয়া আমি তো পুরাই লজ্জিত , গর্বিত , বাকরূদ্ধ, প্রকম্পিত , টেনশিত (যাবতীত বিশেষন যোগ হইবে) হইয়া গেলাম। কি এমন কর্ম সম্পাদন করিলাম , অথবা কর্ম উদ্ধার করিলাম যে আমার নিজ উদ্যোগে তাহার প্রায় ১১ লক্ষ টাকা দিতে বাধ্য হইলো????????

????????????????????
মনে করিতে চেষ্টা করিলাম আমি কি কোনপ্রতিযোগিতা , পরীক্ষা , কনটেষ্ট, মেধা যাচাই, কোটিপতি - লাখপতি হওয়ার শো, লাক্স নর সুন্দর প্রতিযোগিতা , গাও বা খাও বাঙ্গালী গাও/খাও জাতীয় প্রতিযোগিতা ইত্যাদি কোন ধরণের কিছুতে অংশগ্রহন করিয়া ছিলাম কিনা ?????? ........... মাদার বোর্ড না করিলো.............. উহু........... কোন প্রতিযোগিতায় অংশগ্রহন নাই............
আবার চেষ্টা করিলাম এমন কোন থিসিস , প্রজেক্ট জাতীয় কিছু কোন নামে বেনামে অফিসে জমা দিয়েছিলাম কিনা??????????.......... মাদারবোর্ড আবারও উত্তর দিলো,............... উহু............ কোন প্রজেক্ট নাই।........
শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে একখানা পরীক্ষা ছাড়া আর কোন পরীক্ষা , প্রজেক্ট নাই, তাহাও আবার ফেল করিয়া ইমপ্রুভ পরীক্ষা ।

ব্রীফকেসও রেডি ..... শুধু নিয়ে আসা বাকী
স্বপ্নযোগেও কোন কর্ম সাধন করিয়াছিলাম কিনা চিন্তা করিয়া না পাইয়া থামিয়া যাওয়ার প্রাক্কালে স্মরনে আসিলো এয়ারটেল ইনফো হইতে সকালে ঘুমন্ত অবস্থায় একখানা ক্ষুদে বার্তা আসিয়া ছিলো ....... তাহা পুনরায় চেক করিয়া দেখা দরকার। ভাবনার কর্মটি সম্পাদন করিয়া যা দেখিলাম তাহা হইলো........................
Shotorkobani: apnar nirapottar jonno jekono oporichito number theke cell/sms-e lottary/purosker jetar kotha bolle kono response korben na.
তরজমা হইলো...... সতর্কবানী: আপনার নিরাপত্তার জন্য যেকোন নাম্বার থেকে কল/এসএমএস এ লটারী/পুরস্কার জেতার কথা বললে কোন রেসপন্স করবেন না।
উহা দেখিয়া ডুবন্ত নৌকার মতো দোটানায় পড়িয়া গেলাম। নিরাপত্তা রক্ষা করিবো নাকি ১০,৮৫,১০০ টাকা নিতে ফোন করিবো? যাহার ফলে মানিব্যাগের স্বাস্থ্য ৩০০ টাকা থেকে উন্নিত হইয়া ১০,৮৫,৪০০ টাকা হইবে।
কোন কূল কিনারা না করিতে পারিয়া সঙ্গীদের পরামর্শ করিয়া পুরস্কারের পিছনে না ছুটিয়া নিরাপত্তা রক্ষার সিদ্ধান্ত নিয়ে ফেলিলাম।
করিলাম না ফোন................ আপনারা বা আমার বন্ধুরা নিশ্চয় আমার বদলে ঐ পুরষ্কারটি আনিয়ে ছুটিয়া যাইবেন না...................
ব্লগারগন এখন কি কহিবেন ....................?????????
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৫