গ্রীষ্মের কড়া রোদে গাছের ছায়া।
তুমি সাথে মানে,
শেষ বিকেলে স্মিগ্ধ হাওয়া।
[ছবিটি গুগল থেকে নেয়া]
তুমি সাথে মানে,
ক্লান্ত দুপুরে রাখালিয়া বাঁশি।
তুমি সাথে মানে,
হাজারও কষ্টে একটুখানি হাঁসি।
তুমি সাথে মানে,
পিপাসার্থ কাকের মুখে এক ফোটা জলরাশি।
তুমি সাথে মানে,
পূর্ণিমা রাতে চাঁদেরও হাঁসি।
তুমি সাথে মানে,
প্রখর স্রোতে শেষ ভরসা।
তুমি সাথে মানে,
ঘাসের ডগায় শীতের কুয়াশা।
তুমি সাথে মানে,
রাতেরও আকাশে মিটিমিটি তারা।
তুমি সাথে মানে,
না বলা কতো কথা!
[ লিখেছিলাম ১৫ জানুয়ারী ২০১৬ খ্রিঃ]
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮