না- হ্যা
যদি জানতে চাও আজও
তোমায় বাসি কি ভালো?
‘না' বলবো না,
‘হ্যাঁ’তে আটকাবো না।
.
ক্ষমা চেয়েছিলে যেদিন
ভুলেগেছি সব সেদিন।
জীবনের তাগিদে চলছো পথ,
আমিও যে তাই।
জড়াবো না আর মায়াজালে
রুখবো না তোমার ভবিষ্যৎ।
যদি জানতে চাও আজও
তোমায় বাসি কি ভালো?
যদি তুমি থেমে যাও,
থামবে অনেকেই।
যাঁরা তোমাতে নির্ভর-সবেই।
জড়াবো না আর মায়াজালে
রুখবো না তোমার ভবিষ্যৎ।
‘না' বলবো না,
‘হ্যাঁ’তে আটকাবো... বাকিটুকু পড়ুন