#আমি পরিবার বলতে কতগুলো বর্ণের সমষ্টি নয়, আত্মার সমষ্টিকেই বুঝি।.
#আমি মনে করি, মানুষ অবচেতন মনে যে ভাষায় কথা বলে সেটাই তার মাতৃভাষা।
#আমি মনে করি, উচ্চারণ একটি পরিবর্তনশীল বিজ্ঞান!
#আমি ত্যাগীর দলে, ভোগীর দলে নই। ত্যাগীরা বাঁচিয়ে রাখে,ভোগীরা নিঃশেষ করে।
#নারীকে মহিলার দৃষ্টিতে দেখার লোকের অভাব নেই,নারীকে নাড়ীর দৃষ্টিতে তাকানোর লোকের বড়ই অভাব।
#শব্দের চেয়ে নিঃশব্দের শক্তি অনেক বেশি।
#নিজেকে একটা স্থানে নির্দিষ্ট করলে তুমি উদার নও, নিজেকে ছড়িয়ে দাও প্রতিটা জায়গায় ; প্রতি জনে জনে।
#ভুল শুধরাতে গিয়ে যদি মহা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ভুল না শুধরানোই শ্রেয়।
#পালনে সব হয় না, লালন ও করতে হয় !
#আজ তোমার জন্মদিন, যাদের মাধ্যমে পৃথিবীতে আসা তাদের স্মরণ করেছো কী? অথচ বন্ধুদের নিয়েই মাতামাতি।
#মাছ বাজারে গিয়ে নাকে হাত দিয়ে কি হবে ! কিছুক্ষণ পর আপনার পেটেই সে মাছের স্থান হবে!!
#বিয়ে দেয়ার আগে (পাত্র/পাত্রী)ডাক্তার হলে সার্টিফিকেট দেখুন। কসাই হতেও কয়েক বছর লাগে, কিন্তু 6 মাসের কোর্সেও তারা ডাক্তার হয়। (ডাক্তারদের চিকিৎসা সেবা বন্ধের প্রতিবাদে)
#দাসত্ব প্রথা আর ফুটবল একই সূত্রে গাঁথা। আগে মালিকরা মানুষ বিক্রি করতো। এখন ক্লাবগুলো খেলোয়াড় বিক্রি করে।
#আজ আন্দোলনকারীদের উপর আঘাত করা হচ্ছে, কাল ব্যাঘাত সৃষ্টিকারীরাও এর সুফল ভোগ করবে। যেভাবে স্বাধীনতার ফল ভোগ করেছে রাজাকাররা ও। (কোটা সংস্কার আন্দোলকারী ছাত্রদের উপর হামলার প্রতিবাদ)
#নিজের মা- বাবা এবং পরিবার, নিজের শিক্ষক ও বন্ধুদের সাথে নেতার ভাব নেয়া উচিত না। তাতে কেবল ভাবেই নেতা হয়, মানে নয়। (হাইব্রিড নেতাদের প্রতি)
#বাস্তবতা সেটাই যা মানুষ কল্পনা করতে পারে না, কিন্তু হয়ে যায়; এবং তা ইচ্ছার প্রতিকূলে হলেও মেনে নিতে হয়। যাকে আমরা ভাগ্য বলে থাকি।
#এমন দেশে বাসকরি! ভুল করে তা স্বীকার করে না, উল্টো বলে তো কি হয়েছে! বাল্যশিক্ষা সিলেবাসে এদের জন্য "সরি বলা" অনুশীলণ রাখা উচিত।
#গরমকালে যে ফটকগুলো দিয়ে বাতাস প্রবেশ করে না, শীতকালে সেই ফটকগুলো দিয়ে কিভাবে ঠান্ডা প্রবেশ করে ! এই সমীকরণ এখনও বুঝে আসে না।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৪