খান/খাঁ।
দন্ত্য ন (ন) নাসিক্য বর্ণ বিলুপ্ত হলে তথা খান কে দন্ত্য ন বাদ দিয়ে (খাঁ) লিখলে চন্দ্র বিন্দু দিতে হয়।
অন্যথায় , খান এ -ঁ (চন্দ্র বিন্দু) হয় না।
একই ভাবে ‘মিঞা’ তে (ঞ) নাসিক্য বর্ণ বিলুপ্ত করে লিখলে ‘মিঁয়া’ লিখতে হয়।
যেমন চন্দ্র কে চাঁদ, দন্ত কে দাঁত, পঞ্চ কে পাঁচ, গ্রাম কে গাঁ, অন্ধকার কে আঁধার,ইন্দুর থেকে ইঁদুর ইত্যাদি।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:১২