আমাদের রেস্টুরেন্টে একদিন ক্লোজিং টাইমে (রাত ১১) জয়ার তাৎকালীন জামাই ফায়সাল, ক্রিকেটার গোল্লা, ওয়েস্টার্ন গ্রিলের মালিক এবং একটি টিভি চ্যানেলের এমডি এসেছিলো। রাত প্রায় ২টার মতো এক সাথে আড্ডা হয়েছে। খুব ভাল্লাগছে ফায়সালকে।
জামাই-বউ ২টারেই কাছাকাছি মাপার পর, বেশ লাগলো। মনে হলো, উহারা বেশ শান্তিতে বসবাস করিতেছেন।
হঠাৎ একদিন শুনলাম তাদের পাটিশন হয়ে গেছে। অবাক লাগলো, তারপরও মাইনা নিলাম। জানি, মানুষ সব সময় ভুল করে না, সময়ও কখনো কখনো ভুল করে বসে।
একদিন রাত ১টার দিকে চানখারপুলে চা খাইতে খাইতে আড্ডা দিতাছিলাম, দেখলাম ফায়সাল একটা নয়া মাইয়া লিয়া গাড়ী হাকাইয়া যাইতাছে, সো ক্লোজ...।
জয়া বেশ বেপরোয়া ও মুক্ত ভাব নিয়া কলকাতা মাড়াইয়া আসলো। এখন শুনি বাজারি বাংলা সিনেমার প্রতিও নাকি তার আগ্রহ অনেক। এইটা নিয়া বেশ লেখালেখিও হইছে, হইতাছে...।
:: ভাত পচে গেলে পিয়াজমরিচ দিয়া ভাইজা খাওন যায়, বিরানি পচলে খাওন যায় না...।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১২ রাত ১:১৮