ছবি: গুগোল
সে হরিণী থেমে ছিলো পঞ্চবটির মাঠে
বাদামের ঘ্রাণ ছিলো যার নাভীরমূলে
অব্যার্থ সে তীর নিশানা বিহীন ক্ষনে
বিঁধেছিলো হৃদয়স্থলে,
জমেছিলে যবে স্বর্গের আসর,
বেহুলার প্রতিজ্ঞায়
মনসার রোষোনলে,
লখিন্দরের অতৃপ্ত বাসর,
চন্দ্রাবতী ডুবেছিলো ফুলেশ্বরীর ঘাটে,
পড়েছিলো কি ছেদ
দেবাসুরের সমুদ্র স্নানে,
মেনেকার রায় যেমনে বিলায়,
বিশ্বমিত্রের ধ্যানে ।।
শুধু অন্তহীন শুধু অমানব
জানি আমি, জানি আদি নারীর শরীরিণীকে। ।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৩