ছবি: ফেসবুক হতে পাওয়া ।
কয়েক দিন আগে একটা পোষ্ট করেছিলাম পাখি সব করে রব বিপ্লব বিপ্লব ,পোষ্টের বিষয়বস্তু একটা সোনালী স্বপ্নের প্রহর কবে সাধারন মানুষ প্রতিবাদী হবে ? দেশের মানুষ আজ অন্যায়-অবিচারের প্রতিবাদ শুরু করেছে ,হোক না তা সড়কদূর্ঘটনা প্রাসঙ্গকি ।
কত গুলো প্রশ্ন ফেসবুক পেজ থেকে কপি করছি-
মধ্যম আয়ের দেশের পেখম গায়ে লাগিয়ে লাভ কি যদি প্রতিটা হত্যার বিচার চাইতে রাস্তায় নামতে হয় ?
আকাশের স্যাটেলাইটের গর্ব করে সুখটা কি যখন আমার দেশের মেয়েরা ভাত যোগাতে ভিনদেশে গিয়ে পাশবিক অত্যাচারে সব খুইয়ে দেশে ফেরে ?
মেগাবাইট গতির 4G তে উন্নতি কোথায় যখন তা দিয়ে বারবার দেখতে হয় ধর্ষিতা বোনের মুখ ?
গড় আয়ুর উল্লফনে স্বস্থি কোথায় যখন আমার সন্তানের শরীর-মাথা থেঁৎলে পড়ে থাকে রাস্তায় ?
লাখো কোটি টাকার বাজেটে আমার উন্নয়ন কোথায় যখন এর ২৫%ই খরচ হয় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস আর সুযোগ-সুবিধা দিতে ?
লাখ লাখ CGPA-তে মেধা কোথায় যখন বিলিয়ন ডলার খরচে বিদেশী এনে প্রতিষ্ঠান চালাতে হয় ?
রেকর্ড রিজার্ভের নিরাপত্তা কোথায় যখন ব্যাংকের টাকা, ভল্টের সোনা এমনকি খনির কয়লাও গায়েব হয়ে যায় ?
ডজনখানেক পাবলিক পরীক্ষার ফলাফল কোথায় যখন চাকরীর জন্য মেধা নয়, কোটার উপর জুয়া খেলতে হয় ?
ভোটের শক্তি কোথায় যখন টিভি পর্দায় পিশাচের দাঁত বের করে হাসি দেখতে হয় ?
গনতন্ত্রের ভরসা কোথায় যখন ন্যায্য দাবীর অপরাধে হাতুরী পেটা কিংবা গুম হয়ে যেতে হয় ?
উত্তরের আশাও করছি ..(কার কাছে করছি জানি না )
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ।।
-কাজী নজরুল ইসলাম
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭