ছবি: গুগোল হতে
আমি এই ব্লগে দু-চার লাইন কবিতা লিখি । তেমন নিয়মিত নয় বলে কেউ হয়তো চেনেও না । গড়পড়তা সাধারন মানুষ আমি, বলতে পারেন আদার ব্যাপারি তাই জাহাজের খবরও নেওয়া হয়না । উটপাখি হয়ে মাথা গুজে পড়ে থাকি । আরো বেশি স্বার্থপর হবো বলে কোচিং সেন্টার খুঁজছি।।(নিজের পরিচয় দেওয়ার স্বাদ হলো)
"অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে"?
-সুধীন্দ্রনাথ দত্ত
দেশে বর্তমান কি ঘটছে বা ঘটতে চলেছে তা এক দিনের শিশুও বলে দিতে পারে । ।
সবাই সব কিছু বুঝেও কি এক বিচিত্র কারনে (এলোন্ট বেলোন্টি ঘড়ির কাঁটা টিকটিক!! রাজার বাড়ী চোর এসেছে সবাই মিলে চুপচাপ!!)
"দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ"
-কাজী নজরুল ইসলাম ।।
#এবার একটু পড়াশোনা #
BCS এর লিখিত প্রশ্ন..............(কমন ইন্টারেষ্ট)
*বিপ্লব কাহাকে বলে? তার সংক্ষিপ্ত বিবরণ দাও ।
উত্তর:উইকিপিডিয়া হতে -
বিপ্লব (ইংরেজি: Revolution) (লাতিন থেকে: revolutio, ইংরেজি অর্থ: "a turn around") হচ্ছে রাজনৈতিক ক্ষমতা বা প্রাতিষ্ঠানিক কাঠামোতে একটি মৌলিক সামাজিক পরিবর্তন যা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত সময়ে ঘটে যখন জনগণ চলমান কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করে জেগে উঠে।
এরিস্টটল দুই ধরনের রাজনৈতিক বিপ্লবের বর্ণনা দিয়েছেন:
১. এক সংবিধান থেকে অন্য সংবিধানে পূর্ণাঙ্গ পরিবর্তন ।
২. একটি বিরাজমান সংবিধানের সংস্কার।
বিপ্লব মানব ইতিহাস জুড়ে ঘটেছে এবং পদ্ধতি, স্থায়িত্ব, এবং প্রেরণাদায়ী মতাদর্শ হিসেবে খুব বিস্তৃত। এসবের ফলে সংস্কৃতি, অর্থনীতি, এবং সামাজিক-রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহে বিশাল পরিবর্তন সাধিত হয়।
"একটা রক্ত করবী ফুটবে বলে
দাঁড়িয়ে আছি
ঋতু আসে ঋতু যায়"
-প্রদীপ বালা
"আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে" ?
-কাজী নজরুল ইসলাম ।।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:০২