ছবি : গুগোল হতে
যে শহর নীল জোসৎনায়
ছুয়ে দেয় তোমার অধর,
সে শহর ছেড়ে পালাবো কতদূর।
যেখানে নিয়ন আলোয়
পড়ে তোমার ছায়া,
কি করে আমি কাটাবো সে মায়া।
যেখানে মাতাল হাওয়া
টেনে আনে তোমার চুলের ঘ্রাণ,
সে শহর ছেড়ে কোথায় যাবে এ ক্লান্ত প্রাণ।
তাই প্রতিদিন চৌরাস্তায়
বেওয়ারিশ কুকুরের দলে
মাঝে মাঝে, আমিও ছুটি
তোমার ঝুলবারান্দায়
ছোট্ট টবে গোলাপ না হয়
রক্তজবা হয়ে, আমিও ফুটি ।।
যেখানে বৃষ্টি আলতো করে
ছুয়ে যায় তোমার চিবুক
সে জল না ছুয়ে
কি করে বলো সারে মনের অসুখ ।
তাইতো যখন ভরা নর্দমায়
কারো পঁচা হৃদয় ভেসে যায়
আমি তখন ছুটে গিয়ে দাড়াই
বৃষ্টি ছোব বলে দুহাত বাড়াই ।।
তবুও এই ভুল শহরে,
স্মৃতি-বিস্মৃতির সব প্রহরে
আমি কেন আজও তোমাকেই খুঁজি ?
সব থেকে উচু ছাদের কার্নিশে
একটা রাতে তুমি আর আমি বসে
সময়ের চৌকাঠ পেরিয়ে একবার
তুমিহীনা চোখের কোণে জল মোছা হয় না আমার .....।।
৭ জানুয়ারি ২০১৮
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫