ছেলেটা মিলে খুবই সুখে ছিলো। রাজপুত্র রাজকন্যাকে ঝালমুড়ি কিনে দিতো সে
ঐটা পেয়েই মহাসুখে কাটিয়ে দিতো।
একদিন একবুড়ো দৈত্য আসলো অভাব নামে -- রাজকন্যার হৃদয়টা কাঠের হৃদপিন্ডে পরিনত করেদিল।
রাজকন্যার সারাজীবন খাট পালংকে শুয়ে অভ্যাস । সে এখন ছেলেটার সাথে গাছতলাতে থাকতে রাজী না।
এরপর
থেকে রাজকন্যা গম্ভীর হয়ে গেলো -- তার চেহারায় হাসি আসে না । সে
সবব্যাপারেই ভোতা হয়ে গেলো। যান্ত্রিক স্বরে সে তার ফাই ফরমায়েশ খাটার
হকুম দেয়।
ছেলেটা অনেক কষ্টে অভাবের দৈত্যরে জান টানটা তাল পুকুর ডুব দিয়ে টিয়াটাকে ঘাড় মটকে মেরে ফেল্লো ।
অভাব নামক অশুভ দৈত্য দূর হলো বটে - রাজকন্যার কাঠের হৃদয় তাতে ঠিক হলো না । স্থায়ী ক্ষত হয়ে গিয়েছিলো তাদের সংসারে।
ছেলেটা দিনরাত পরিশ্রম করে, আর অভাবের খপ্পরে পড়তে চায় না ।
রাজকন্যা সারাদিন একা একা থাকে । একঘেয়েমিতে বিরক্ত হয়।
তার হঠাৎ জেলাসী দেশের ডাইনীর সাথে পরিচয় হয় ।
ডাইনী তাকে কুমন্ত্রনা দেয় তোমার তো কাঠের হৃদয় -ছেলেটার আসল হৃদয় ।
দেখো ও সেটা আরেকজনকে দিয়ে দিয়েছে হয়তো?
রাজকন্যা গম্ভীর হয়ে যায় । ছেলেটা বাড়ী ফেরা মাত্রই ওকে ধরে বসে তোমার হৃদয়টা আমাকে দিতে হবে।
ছেলেটা যতোই বুঝায় কোন কিছুইতেই কাজ হয় না ।
শেষমেষ ছেলেটাকে হৃদয়টা জমা দিয়ে কাঠের হৃদয় লাগাতে হয় ।
এভাবে আমাদের কাহিনী এগোয়।
রাজকন্যা এখন হাসেও না কাদেও না -- তাদের অভাবও নেই। অসুখীদেশের রাণীর সাথে তার বন্ধুত্ব হয় ।
সে বলে দেখো তুমি তো সুখী না তুমি কে কাউকে সুখী হতে দিবে । ছেলেটার স্বাধীনতা নিয়ে সুখে ছিলো।
রাজকন্যা এবার তার স্বাধীনতাও চায়।
ছেলেটা বলে না -- আমি তোমার জন্য সব ভাবে চেষ্টা করেছি -- আর কিছু হচ্ছে না ।
আমাদের মনে হয় কারো কাছে যাওয়া উচিত । তোমার আমার কিছুতেই কিছু মিলছে না।
তারা দুজন মিলেই এক বুড়ো দৈত্যের কাছে গেলো।
বুড়ো দৈত্য গান করছিলো --":প্রেমের মরা জলে ডুবে যায়:
ভাঙা হাড়ি জোড়া লাগে না"
রাজকন্যা এমন আজব গান শুনে হেসে কুটি কুটি
পরক্ষনের গম্ভীর হয়ে যায় সে --কাঠের হৃদয়ে অল্পক্ষন হাসা যায়
ওরা জিগ্গেস করলো -- আমাদের গাট গুলো ক্ষয়ে গেছে -- ক্যাচ ক্যাচ শব্দ হয়।
দৈত্য বলল :কাঠের হৃদয়ের গাট ঠিক করা মুশকিল:
ছেলেটা রাজকন্যাকে বলল চলো তোমাকে ঝালমুড়ি কিনে দেই
রাজকন্যা মুখ বাকালো
তার কোন কিছুই ভালো লাগে না
ছেলেটা বলল রাজকন্যা আমি তোমাকে আসল হৃদয় এনে দিবো
রাজকন্যা বলল :নাহ , আমার কাঠের হৃদয়ই ভালো । তারচে তুমি আসল হৃদয় লাগিয়ে ফেলো:
ছেলেটা বলল আমার হৃদয়টা কই
রাজকন্যা অন্যমনস্ক ভাবে বলল , সেটা তো আমি ফেলে দিয়েছি ।।
------------------------------------
তারপর যা হলো তা আমাদের না জানলেও হবে ।
আমার কথাটি ফুরোলো -- নটে গাছটি মুড়ালো