বাংলাদেশ দলের এই ঐতিহাসিক সিরিজ জয়ে যাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই....
১. প্রথমেই বাংলাদেশ ক্রিকেট দলকে !!
২. কিউই ক্রিকেট দলকে। তারা ধীরে ধীরে উন্নতি করছে !

৩. সাকিব আল হাসান - কে। এভারেস্ট জয়ী মুসা তার কথিত (সত্যি মিথ্যা জানি না) অভিযান শেষে বলেছিল , "বাংলাদেশে কিছু করা এভারেস্ট জয়ের চেয়েও কঠিন।" কথাটা প্রথমে শুনতে ভাল লাগলেও এভারেস্ট জয়ের পর কেউ এইধরনের হতাশাজনক কথা বলবে এটা আশা করা যায় না। যাই হোক সাকিব ওই কথাটা ভুল প্রমান করেছে। আজকের ম্যচে সে যে মরন পণ পরিশ্রমটা করল তা ভুলতে অনেক সময় লাগবে! বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সম্পর্কে আসলে আর কিছু বলার নেই। তাকে এর বেশি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না!!
৪. শুভকে। প্রথম ম্যচের অতিরিক্ত খেলোয়াড় হিসেবে চিত্তাকর্ষক ফিল্ডিং আর পরের ম্যচের ম্যচ উইনার। শেষ ম্যচেও নিউজিল্যন্ডকে জুজুর ভয় কি জিনিস তা বুঝিয়ে দিল পাওয়ার প্লে তে প্রথমেই একটা উইকেট নিয়ে।
৫. নাইম ইসলাম। প্রথম ম্যচে গুরুত্বপূর্ন ম্যচে শেষের দিকে মহা গুরুত্বপূর্ন একটা উইকেট। আজকেও তার চেয়ে মহাগুরুত্বপূর্ন একটা রানআউট অতিরিক্ত খেলোয়াড় হিসেবে।
৬. শাহরিয়ার নাফিসকে। তামিমের অভাবটা বুঝতেই দেয় নি। আর আইসিএলের পর আবার ফর্মে এসে ভক্তদের সে পুলকিত করল।
৭. মাশরাফিকে একটি কুসংস্কারমূলক ধন্যবাদ! ওয়েস্ট ইন্ডিজ সফরেও সে প্রথম ম্যচেই ইনজুরি সহ দল থেকে সরে গিয়েছিল!!

৮. ধন্যবাদ বিটিভিকে। বাংলাদেশের খেলাগুলি এবার কোন আন্তর্জাতিক টেলিকাস্ট হয় নি। যদিও বিটিভি সময়মত খবর দিতে গিয়া মেজাজটা বিলা কইরা দিছে।


৯. ধন্যবাদ ক্রিকইনফোকে। খেলা টিভিতে ত আর সবসময় দেখা যায় নি। ক্রিকইনফোর মোবাইল আপডেট খুবই প্রয়োজন ছিল।
১০. ধন্যবাদ ব্লগারদের । বাংলাদেশের সাফল্যের সাথে সাথে তাদের আবেগ মিশ্রিত ব্লগ গুলি অন্যদের আবেগকে কেবল বাড়িয়েছে।



১১. মিরপুর স্টেডিয়ামে আসা দর্শকরাও ধন্যবাদ পাওয়ার যোগ্য। যদিও তারা আমার বাসার সামনের রাস্তা জ্যম লাগাইয়া দিছে এবং আমি মক্কার লোক হইয়াও হজ্ব করি নাই!

১২. হাসিনা-খালেদারেও ধন্যবাদ। সিরিজ চলাকালীন তারা অনেক চেষ্টা করছে মিডিয়া দখল নেয়ার।

খেলা শেষে তাদের কমেন্ট:
খালেদা: এই জয়ের ফলে জনগনের মধ্যে সরকারবিরোধী মনোভাব জেগে উঠেছে ।


হাসিনা: বোঝাই যাচ্ছে সরকার ঠিক মত কাজ করছে! বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একদিন আমাদের ক্রিকেটাররা বিশ্ব জয় করবে! এই জন্যই তিনি আবাহনী ক্লাবকে সবসময় পৃষ্ঠপোষকতা করতেন।


কাউরে মনে হয় বাকী রাখি নাই!

সবশেষে বাংলাদেশ দলকে অভিনন্দন।

সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৮